ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ

নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার রাতে প্রয়াত হলেন সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ I মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর I বয়সজনিত কারণেই মস্কোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি I  বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন I 

জীবিত কালেই প্রশংসা ও নিন্দা দুটোই জুটেছে তার কপালে I তার গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা নীতির জন্য বন্দিত ও নিন্দিত দুটোই হয়েছেন I তার আমলেই রুশ-মার্কিন সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটে I জার্মানির পাঁচিলের পতন ঘটে পূর্ব ও পশ্চিম জার্মানি মিশে এক জার্মানিতে পরিনত হয় I তার আমলেই আবার সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, বিশ্বের দুই মেরুর অবসান ঘটিয়ে মার্কিন এক মেরুর বিশ্বের আত্মপ্রকাশ ঘটে I 

 ১৯৩১ সালে রাশিয়ায় জন্ম মিখাইল গর্বাচভের I  ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ছিলেন সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট I তার আমলেই স্বাধীনতা লাভ করে ইউক্রেন, উজবেকিস্তান, বেলারুশ, তাজাকিস্তান সহ পূর্ব ইউরোপের একাধিক দেশ I ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন I 

১৯৮৪ সালে মাত্র ৫৩ বছর বয়সে সোভিয়েতের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হন তিনি I তার গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা নীতির জন্য তাকে সংশোধনবাদী আখ্যাও দেন কমিউনিস্টদের একাংশ I গ্লাসনস্ত শব্দের মানে খোলা দরজা I রাশিয়ার অর্থনীতিকে রাষ্ট্রের কবল থেকে  মুক্ত করে মুক্ত উদার অর্থনীতির জনকও তিনি I  পেরেস্ত্রৈকা শব্দের অর্থ পুনর্গঠন I রাশিয়াকে কমিউনিস্ট শাসন থেকে মুক্ত করে উদার গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করেন তিনি I এরজন্য দেশে বিদেশে সমাদৃত ও সমালোচিতও হন তিনি I সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য অবশ্য অনেকেই তাকে দায়ী করেন I তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতেরে সহ বহু রাষ্ট্রপ্রধান I ১৯৯0 সালে নোবেল শান্তি পুরস্কার পান তিনি I 

Post a Comment

0 Comments