The joint hawker forum demanded immediate implementation of the Central Hawker Act
অবিলম্বে কেন্দ্রীয় হকার আইন চালু করার দাবি জানালো যৌথ হকার মঞ্চ
বিশ্বরূপ দে : কেন্দ্রীয় হকার আইন চালু করার দাবিতে ৩-৪ আগস্ট, এই দুদিন ব্যাপী এস.এন ব্যানার্জি রোডের কলকাতা কর্পোরেশন অফিসের সামনে অবস্থান সমাবেশ ও বিক্ষোভ সংগঠিত করে যৌথ হকার মঞ্চ ।
এই সমাবেশে বক্তব্য রাখেন প্রত্যেকটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ । বিশেষ বক্তা হিসাবে সমাবেশে উপস্থিত ছিলেন কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য ।
অবিলম্বে কেন্দ্রীয় হকার আইন চালু করার দাবির পাশাপাশি, প্রত্যেক হকারকে বৈধ লাইসেন্স ও সচিত্র পরিচয় পত্র দেওয়া ও টাউন ভেন্ডিং কমিটি গঠন করার দাবি তোলেন সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ । এছাড়া অকারনে হকারদের ওপর পুলিশি জুলুম বন্ধ করার দাবিতে সোচ্চার হন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সমস্ত প্রতিনিধি ।
গুরুত্বপূর্ন বিষয় হলো, রাজ্য সরকার কর্তৃক উৎসবের সময় প্রত্যেক হকারকে ন্যূনতম ২০০০/- অনুদান দিতে হবে এবং হকাররা যাতে কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুসারে ১০,০০০/- ঋণ পায়, রাজ্য সরকারকে তার ব্যবস্থা সুনির্দিষ্ট করতে হবে বলে দাবি করেন যৌথ হকার মঞ্চের নেতৃবৃন্দ ।
উক্ত সমাবেশে এআইসিসিটিইউ-এর পক্ষে বক্তব্য রাখেন কমরেড দিবাকর ভট্টাচার্য, আইএনটিইউসি-এর পক্ষে অসিত দাস, টিইউসিসি-র পক্ষে প্রবীর ব্যানার্জি প্রমূখ । সভা পরিচালনা করেন সিআইটিইউ-এর নীলকমল চক্রবর্তী ৷
0 Comments