ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

যৌথ হকার মঞ্চের ডাকে বিক্ষোভ সমাবেশ

The joint hawker forum demanded immediate implementation of the Central Hawker Act

অবিলম্বে কেন্দ্রীয় হকার আইন চালু করার দাবি জানালো যৌথ হকার মঞ্চ

বিশ্বরূপ দে  : কেন্দ্রীয় হকার আইন চালু করার দাবিতে ৩-৪ আগস্ট, এই দুদিন ব্যাপী এস.এন ব্যানার্জি রোডের কলকাতা কর্পোরেশন অফিসের সামনে অবস্থান সমাবেশ ও বিক্ষোভ সংগঠিত করে যৌথ হকার মঞ্চ । 

  এই সমাবেশে বক্তব্য রাখেন প্রত্যেকটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ । বিশেষ বক্তা হিসাবে সমাবেশে উপস্থিত ছিলেন কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য । 

  অবিলম্বে কেন্দ্রীয় হকার আইন চালু করার দাবির পাশাপাশি, প্রত্যেক হকারকে বৈধ লাইসেন্স ও সচিত্র পরিচয় পত্র দেওয়া ও টাউন ভেন্ডিং কমিটি গঠন করার দাবি তোলেন সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ । এছাড়া অকারনে হকারদের ওপর পুলিশি জুলুম বন্ধ করার দাবিতে সোচ্চার হন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সমস্ত প্রতিনিধি ।

  গুরুত্বপূর্ন বিষয় হলো, রাজ্য সরকার কর্তৃক উৎসবের সময় প্রত্যেক হকারকে ন্যূনতম ২০০০/- অনুদান দিতে হবে এবং হকাররা যাতে কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুসারে ১০,০০০/- ঋণ পায়, রাজ্য সরকারকে তার ব্যবস্থা সুনির্দিষ্ট করতে হবে বলে দাবি করেন যৌথ হকার মঞ্চের নেতৃবৃন্দ । 

  উক্ত সমাবেশে এআইসিসিটিইউ-এর পক্ষে বক্তব্য রাখেন কমরেড দিবাকর ভট্টাচার্য, আইএনটিইউসি-এর পক্ষে অসিত দাস, টিইউসিসি-র পক্ষে প্রবীর ব্যানার্জি প্রমূখ । সভা পরিচালনা করেন সিআইটিইউ-এর নীলকমল চক্রবর্তী ৷

Post a Comment

0 Comments