নিজস্ব প্রতিনিধি, বোলপুর, ১৪ আগস্ট ঃ গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু তারপর কিভাবে চলবে জেলার রাজনৈতিক কর্মকাণ্ড। এনিয়ে রবিবার বৈঠকে বসলেন সাংসদ, বিধায়ক ও জেলার পদাধিকারীরা। তবে বোলপুর দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের চেয়ার ছিল ফাঁকা। বৈঠকে দলীয় সংগঠন নিয়ে কোন মন্তব্য করতে চাননি দলের মুখপত্র মলয় মুখোপাধ্যায়।
রবিবার বৈঠকে ছিলেন বোলপুর সাংসদ অসিত মাল, রামপুরহাট বিধায়ক, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, বোলপুর বিধায়ক, ক্ষুদ্র, কুটির শিল্প ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ সিনহা, হাঁসন কেন্দ্রের বিধায়ক অশোক চট্টোপাধ্যায় এবং বর্ধমানের কেতুগ্রামের বিধায়ক শেখ সাহেনাওয়াজ। দলের জেলা সহ সভাপতি তথা দলের মুখপত্র মলয় মুখোপাধ্যায় বৈঠক পরিচালনা করেন। বৈঠকে সাংগঠনিক বিষয়ে নিয়ে কিছু বলতে চাননি মলয়বাবু, বৈঠক শেষে তিনি বলেন, “আগামী কাল স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি। সেই উপলক্ষে জেলার সর্বত্র জাতীয় পতাকা উত্তলনের পাশাপাশি দলীয় পতাকা তোলা হবে। সেই সঙ্গে সমস্ত হাসপাতালে রোগীদের হাতে ফল তুলে দেওয়া হবে। এছাড়া স্থানীয় স্তরে নিজেদের মতো করে অনুষ্ঠান করে দিনটিকে পালন করা হবে। ১৬ আগস্ট খেলা হবে দিবস পালন করা হবে। তবে বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে আপনাদের সামনে বলব না”।
0 Comments