নিজস্ব প্রতিনিধি , কলকাতা : তৈরি হওয়ার কথা ছিল কংক্রিটের সেতু। কিন্তু বজবজের রঞ্জিত মাঠ এলাকাবাসীদের কপালে জুটছে কাঠের সেতুই। এলাকাবাসীদের অভিযোগ সরকারি টাকা কার্যত লুঠ করছেন স্থানীয় নিশ্চিন্দপুরের গ্রাম পঞ্চায়েত সদস্যা মিনা মণ্ডল ।
বজবজের রঞ্জিত মাঠ এলাকায় বছর কয়েক আগে ভেঙে পড়ে জীর্ন কাঠের সেতুটি । দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর দাবি ছিল কংক্রিটের পাকা সেতুর। ঢালাই সেতু তৈরি করে দেবার আশ্বাসও দেন স্থানীয় নিশ্চিন্দপুরের গ্রাম পঞ্চায়েত সদস্যা মিনা মণ্ডল। করোনা আবহের জন্য কাজ বন্ধ ছিল বিগত দু-বছর। কিন্তু এখন কংক্রিটের সেতু নয়, ফের কাঠের সেতুর কাজ শুরু হওয়ায় হতাশ স্থানীয় বাসিন্দারা ।
এলাকাবাসীদের অভিযোগ সরকারি টাকা কার্যত লুঠ করছেন স্থানীয় নিশ্চিন্দপুরের গ্রাম পঞ্চায়েত সদস্যা মিনা মণ্ডল।
পুরনো কাঠের সেতুর কাঠই ব্যবহার করা হচ্ছে নতুন সেতু তৈরিতে। বিষয়টি জানতে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম নিশ্চিন্দপুরের গ্রাম পঞ্চায়েত সদস্যা মিনা মণ্ডলের সঙ্গে । গ্রামবাসীদের অভিযোগ কার্যত মেনে নেন তিনি । সরকারি টাকা অপচয়ের এই রিপোর্ট আমরা তুলে ধরলাম আপনাদের কাছে। বিচারের দায়িত্ব আপনাদের।
0 Comments