নিজস্ব প্রতিনিধি, কলকাতা : তৃণমূলের নতুন পোস্টার বিতর্কের মাঝেই ফের সামনে এল জোড়া ফুলের আর এক নতুন পোস্টার। যাতে মুখ ঢেকেছে উত্তর কলকাতা। তবে এই পোস্টার বিতর্ককে নাটক বলে দাবি সুকান্ত মজুমদারের।
নিয়োগ দুর্নীতি সহ গরুপাচার কান্ড ঘিরে ইতিমধ্যেই তোলপার রাজ্যে রাজনীতি। এর মাঝে আচমকা সামনে আসে তৃণমূলের পোস্টার রাজনীতি। শহরের দু প্রান্তে দুই ধরনের পোস্টার। সম্প্রতি দক্ষিণ কলকাতা জুড়ে পড়ে তৃণমূলের নতুন পোস্টার। পোস্টারে জ্বলজ্বল করছে অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি। পোস্টারে লেখা আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। যেমন মানুষ চায়। অন্যদিকে রবিবার ফের নতুন পোস্টারে ছয়লাপ হয়ে যায় উত্তর কলকাতা। কলকাতা পুরসভার 28 নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তার ধার ছেয়ে যায় তৃণমূলের পোস্টারে। এই পোস্টারে অবশ্য রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের ছবির উপস্থিতি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এই নতুন পোস্টারে লেখা পুরাতনই ভিত্তি, নতুন ভবিষ্যত। এই পোস্টার দেখে বামফ্রন্টের ,কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ,এই স্লোগানটি স্মরণ করছেন অনেকে। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। দ্বিধা বিভক্ত তৃণমূলের অন্দর মহল। যদিও তৃণমূলের এই পোস্টার রাজনীতির আসল রহস্য উন্মোচন করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
এই বিষয়ে মুখ খুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন ভালো কথা দলকে ভালোবেসে পোস্টার পড়ছে।
প্রসঙ্গত,এই বির্তকের মধ্যেই বোমা ফাটান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি কার্যত জোড় গলার দাবি করেন চলতি বছরে ডিসেম্বরের মধ্যেই তৃণমূল দলটা উঠে যাবে। শুভেন্দুর এই দাবির পর তৃণমূলের পোস্টার রাজনীতির মধোই নতুন সমীকরণ দেখছে রাজনৈতিক মহল। তবে কোথা কার জল এখন কোথার গড়ার এখন সে দিকে তাকিয়ে সংশ্লিষ্ট মহল।
0 Comments