ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি , নিখোঁজ ৩৬

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগনা ঃ খারাপ আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে গেল এফবি সত্যনারায়ন নামে একটি  ট্রলার । সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে চড়ায় ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায় বলে জানান কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি।  এই ঘটনায় এখনো পর্যন্ত নিখোঁজ ১৯ জন মৎসজিবী। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। 

শুক্রবার সকালে খারাপ আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে গেল এফবি সত্যনারায়ন নামে একটি  ট্রলার।   সুন্দরবনের কেঁদো দ্বীপের থেকে প্রায় ১২ কিলোমিটার দুরে,  চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায় ইলিশ মাছ ধরতে যাওয়া ট্রলারটি।ট্রলারটির মালিক অনুপ দাস। মঙ্গলবার সকালে কাকদ্বীপ থেকে গভীর সমুদ্রের উদ্দেশ্যে মাছ ধরতে বের হয় এফবি সত্যনারায়ন। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, ট্রলারটি মাঝ সমুদ্রে ছিল। খবর পেয়ে অন্যান্য ট্রলার ফিরে আসতে পারলেও এফবি সত্যনারায়ন পারে ফিরতে পারেনি।  

ইতিমধ্যেই শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপটি। মত্স্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন।সমুদ্র উত্তাল থাকায় উদ্ধারকাজেও সমস্যা হচ্ছে বলে জানান বিজনবাবু।

বঙ্গোপসাগরে ফের ডুবলো আরও একটি মাছ ধরার ট্রলার । ট্রলারের নাম এফবি শঙ্খ ধনী। আজ সকালে বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে সত্যনারায়ণ তলার ডুবে যায়,  ওই ট্রলারে ১৯ জন মৎস্যজীবীর কোন খোঁজ এখনও মেলেনি। প্রথম ট্রলার ডুবির পর উদ্ধারের জন্য কাকদ্বীপ থেকে যাচ্ছিল শঙ্খ ধ্বনি নামে এই ট্রলার টি। সমুদ্রের মাঝে প্রবল ঝড়ের মধ্যে পড়ে ট্রলারটি। পরে ট্রলারটির চালক ট্রলারটিকে নিয়ে ফিরে আসার চেষ্টা করে।তবে সমুদ্রের প্রবল ঢেউ আর ঝড়ের কবলে পড়ে শঙ্খ ধ্বনি নামে ওই ট্রলারটি এবং ১৮ জন মৎসজীবী সহ ডুবে যায়  । এই ট্রলারেও আঠারো জন মৎস্যজীবী ছিলেন  বলে জানা গেছে। এখনো পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হয়নি ।

Post a Comment

0 Comments