ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

কেন CBI ক্যাম্পে নিহত তপন কান্দুর স্ত্রী ?

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া : শনিবার সকালে ঝালদার অস্থায়ী CBI ক্যাম্পে তপন কান্দু খুনের খোঁজ খবর নিতে হাজির হন স্ত্রী পূর্ণিমা কান্দু । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন CBI এর উপর আমার ভরসা আছে । অপরাধীরা ধরা পড়বেই

 ১৩ ই মার্চ দুষ্কৃতীদের গুলিতে খুন হন ঝালদা পৌরসভার 2 নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু । সেই খুনের তদন্ত ভার হাতে নেয় CBI । পাঁচ মাস কেটে গেলেও এখনো ধরা পড়েনি খুনি। শনিবার সেই মামলার তদন্ত সম্পর্কে খোঁজখবর নিতে ঝালদার অস্থায়ী CBI ক্যাম্পে হাজির হন নিহত কংগ্রেস কাউন্সিলারের স্ত্রী পূর্ণিমা কান্দু ।

Vo  পরে তপন কান্দুর স্ত্রী জানান দোষীরা কেউ রেহাই পাবেন না বলে তাকে আশ্বাস দিয়েঠেন তদন্তকারী অফিসারেরা । পাশাপাশি তিনি জানান  CBI এর উপর তাঁর ভরসা আছে ।

Post a Comment

0 Comments