নিজস্ব প্রতিনিধি,কলকাতা : ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। এবার শর্ষের মধ্যে ভূত খুঁজে পেলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বাংলায় সিবিআই-এর সাথে সেটিং করা হয়েছিল বলে দাবি করেন বিজেপি সাংসদ।
CBI-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রবিবার কলকাতার আইসিসিআরে কেন্দ্রীয় সরকারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআই-এর সাথে সেটিং করা হয়েছিল।অনেক অফিসারকে কিনে নিয়েছিল যার জন্য কয়েকজন অফিসারকে পরিবর্তনও করা হয়েছে । কয়েকমাস ধরে সিবিআই তদন্ত চাচ্ছিল কিন্তু কোন তথ্য সামনে আসছিল না ।তাই অর্থ মন্ত্রক বুঝতে পেরে ED-কে পাঠিয়েছে। যারা সেটিং করেছে তারা এখন বলছে ইডি কেন। ইডিকে আটকাতে কোর্টেও গেছে ।
শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই। তবে নারদা ও সারদা মামলায় ভিন্ন অভিজ্ঞতার সাক্ষি থেকেছে বিরোধীরা। সেই অভিজ্ঞতায় ভর করে সেটিংয়ের আশংকা প্রকাশ করে বাম কংগ্রেস নেতৃত্ব। এই তদন্তের মাঝে মোদি মমতার বৈঠকের পর সেটিংয়ের তত্ত্ব তুলে জোরাল সওয়াল করে আলিমুদ্দিন ও বিধান ভবন। এই প্রেক্ষাপটে দিলীপ ঘোষের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
0 Comments