আইএসএফের আমডাঙ্গা বিধানসভা কমিটির মিছিলে জনজোয়ার
বিশ্বরূপ দে : এসএসসি সহ রাজ্যের সমগ্র শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে শাসকদলের সীমাহীন দুর্নীতি এবং রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের লাগামহীন ভ্রষ্টাচারের বিরুদ্ধে শুক্রবার (ISF) আইএসএফের আমডাঙ্গা বিধানসভা কমিটির উদ্যোগে এক প্রতিবাদী মিছিল সংগঠিত হয় ।
আওয়ালসিদ্ধি মোড় থেকে মিছিল শুরু হয়ে ১২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সন্তোষপুরে এসে পৌঁছয় মিছিল ।
আইএসএফের এই বিশাল মিছিলে অংশগ্রহণকারী ছাত্রযুবদের জমায়েত বিশেষ ভাবে নজর কারে প্রত্যেকের । মিছিলের মূল স্লোগান ছিল, "পাড়ায় পাড়ায় চোর ধরো, জনগণের জোট গড়ো"।
মিছিলের অগ্রভাগে ছিলেন দলের চেয়ারম্যান তথা বিধায়ক মহঃ নওসাদ সিদ্দিকী । এছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি, রাজ্য কমিটির সদস্য জুবি সাহা, সহ-সভাপতি ও উত্তর ২৪ পরগণার জেলা সভাপতি তাপস ব্যানার্জি, জেলার যুগ্ম সম্পাদক মুসা করিমুল্লাহ সহ আমডাঙ্গার দলীয় নেতৃবৃন্দ ।
0 Comments