ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

Joka BBD Bag Metro : এবছরের মধ্যেই জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু

নিজস্ব প্রতিনিধি : কলকাতা : ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সুখবর শোনাল মেট্রো কর্তৃপক্ষ। অবশেষে অবসান হতে চলেছে দীর্ঘ প্রতিক্ষার।এবছরের মধ্যেই চালু হতে চলেছে জোকা- বিবাদীবাগ মেট্রো পরিষেবা। তবে আপাতত তা চলবে জোকা থেকে তারাতলা পর্যন্ত।

 শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয়ে গেছে মাস খানেক হল। এবার জোকা- বিবাদীবাগ মেট্রোরও ওয়ার্ম আপ শুরু হয়ে গেল। ট্রায়াল রানের জন্য চলছে দিন রাত এক করে কাজ। ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এমনই সুখবর শোনাল মেট্রো কর্তৃপক্ষ। অবসান হতে চলেছে দীর্ঘ প্রতিক্ষার। এবছরের মধ্যেই চালু হতে চলেছে জোকা- বিবাদীবাগ মেট্রো পরিষেবা। তবে আপাতত তা চলবে জোকা থেকে তারাতলা পর্যন্ত।

মেট্রো সূত্রে খবর, আগস্ট মাসের মধ্যেই জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হবে। ইতি মধ্যেই জোকা মেট্রো কারসেডে আনা হয়েছে একটি নন এসি রেক। আপাতত ট্রায়াল রানের অঙ্গ হিসেবে তা ছুটবে জোকা থেকে তারাতলা পর্যন্ত । পরীক্ষা সফল হলে এবছরের মধ্যেই শুরু হয়ে যাবে জোকা- তারাতলা মেট্রো পরিষেবা। তবে জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রো ছুটতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ।

Post a Comment

0 Comments