নিজস্ব প্রতিনিধ, কলকাতা : "হিংসার পথে কামতাপুর বাসির কোন উন্নয়ন সম্ভব নয়। " ভবানী ভবনে স্বস্ত্রীক আত্মসমর্পণের পরে কৈলাস কোচ সাংবাদিকদে একথা বলেন।
রাজ্য পুলিশের ডিজির উপস্থিতিতে ভবানী ভবনে এসে আত্মসমর্পণ করেন KLO নেতা কৈলাস কোচ। কামতাপুর লিবারেশন অর্গানাইজ এর সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে ই আত্মসমর্পণ করেছেন। একটি এ কে ৪৭ জমা সহ তিনি আত্মসমর্পণ করেন । তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামতাপুরবাসীর যে উন্নয়নের পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপের ধারাকে অব্যাহত রেখে এবং মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির উপর বিশ্বাস রেখে আমরা আত্মসাৎ করলাম। আমরা সমাজের মূল স্রোতে ফিরতে চাই।
দীর্ঘ ১৬ বছর তিনি সশস্ত্র আন্দোলন করেছেন। কৈলাস কোচ সাংবাদিকদের বলেন, হিংসার আন্দোলন করে আমি দেখেছি হিংসার মাধ্যমে কামতাপুরবাসীর কোন উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন কামতাপুর বাসী যারা এখনো এই সহিংস আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, জঙ্গলে অস্ত্র ধরে রয়েছেন তাদেরকে আহবান করি তারা অস্ত্র ছেড়ে দিয়ে সমাজের মূলস্রোতে ফিরে আসুক এবং কামতাপুরবাসীর উন্নয়ন করুক। আমার সঙ্গে যারা ছিলেন তারা ধীরে ধীরে আত্মসমর্পণ করবে।
কৈলাস কোচের আত্মসমর্পণের মধ্য দিয়ে বড় সাফল্য বলে মনে করছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।
0 Comments