নিজস্ব প্রতিনিধি : কলকাতা : শেষ পর্যন্ত মহম্মদ আলি পার্কের দুর্গা পুজোর প্যান্ডেল খোলার কাজ শুরু হয়ে গেল । এবছর পার্কের মধ্য কলকাতার অন্যতম প্রধান এই পুজো কমিটিকে দুর্গা পুজোর ছাড় পত্র দিল না কলকাতা পুরসভা। তবে পার্কের বাইরে পুজো করলে তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুরসভা। সেই মতো পার্কে ঢোকার মুখে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন উদ্যোক্তারা।
বুধবারই কলকাতা পৌরসভার আধিকারিকরা এলাকা পরিদর্শন করে যান। কিন্তু শেষ পর্যন্ত মহম্মদ আলি পার্কের মধ্যে দুর্গা পুজো করার অনুমতি পেলেন না উদ্যোক্তারা। বৃহস্পতিবার তাই মহম্মদ আলি পার্কের মধ্যে প্যান্ডেল খোলার কাজ শুরু হয়ে গেল।
বুধবারের প্রতিনিধি দলে ছিলেন কলকাতা পৌরসভার জল সরবরাহ বিভাগের উপ মুখ্য বাস্তুকার অমিতাভ পাল, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেহানা খাতুন সহ অন্যান্য আধিকারিকরা। বুধবার দীর্ঘক্ষণ মাপঝোক করেন তারা । মহম্মদ আলী পার্ক পুজো কমিটির পক্ষ থেকে পুরনো স্থানেই এবছরের মতো পুজো করার আবেদন জানানো হয়{ ২০১৯ সালে এই জলাধারেই ফাটল দেখা যায়। ফলে আর কোনো ঝুকি নিতে চাননি পুরসভার ইঞ্জিনিয়ররা । ১৯৫৯ সাল থেকে মহম্মদ আলি পার্কের পুজো হয়ে আসছে। তবে পার্কের বাইরে পুজো করলে তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুরসভা। সেই মতো পার্কে ঢোকার মুখে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন উদ্যোক্তারা। কিন্তু এতো অল্প সময়ে সে পুজো করা সম্ভব কিনা তা নিয়ে রয়ে গেল প্রশ্ন।
0 Comments