Lawyers and human rights organizations approach the High Court on SSC and TET
মেধা তালিকাভুক্তদের দ্রুত নিয়োগের জন্য হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যকে নির্দেশ জারির আবেদন জানালো AILAJ ও PUCL
বিশ্বরূপ দে , SSC ও TET পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগ পত্র দিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নির্দেশ জারির জন্য মঙ্গলবার (২/৮/২২) কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে লিখিত আবেদন জানালো সর্বভারতীয় আইনজীবী সংগঠন AILAJ ও মানবাধিকার সংগঠন PUCL ।
এপ্রসঙ্গে এদিন এক প্রেস বিবৃতি জারি করে অল ইন্ডিয়া লয়েআর্স এসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক দিবাকর ভট্টাচার্য এবং পিউপিলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিসের রাজ্য সম্পাদক অম্লান ভট্রাচার্য । মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে দেওয়া আবেদনের ভিত্তিতে, উক্ত বিবৃতির মাধ্যমে সংগঠনদ্বয়ের নেতৃত্ব বলেন,"আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, রাজ্যের ভবিষ্যতের শিক্ষকরা আজ রাস্তার ফুটপাতে দীর্ঘ একবছরের অধিককাল যাবৎ স্বচ্ছ নিয়োগের দাবীতে অবস্থান কর্মসূচী চলাচ্ছেন । আমরা মনে করছি যোগ্যতা অর্জন করার পরও সরকার কর্তৃক তাদের নিয়োগ না করা শুধু বেআইনিই নয়, মানবাধিকার লঙ্ঘনেরই সামিল ।
ইতিমধ্যে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এবং পদক্ষেপ চাকরি প্রার্থী তথা রাজ্যবাসীর মনে বিচারালয় সম্পর্কে আস্থা সৃষ্টি করেছে । আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যে, রাজ্য সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে আদালতে মামলা চলার কারণে এবং আদালতের নির্দেশ না থাকায় হাজার হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ করা সম্ভব হচ্ছে না । আমরা মনেকরি শিক্ষক নিয়োগে দূর্নীতির তদন্ত ও তার বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণে আদালত আজ যুগান্তকারী ভুমিকা গ্রহণ করেছেন এবং এটাও জানি নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার কোন নির্দেশ আদালত দেননি ।
এমতাবস্থায়, জনমানসে বিভ্রান্তি দূর করতে আমরা আপনার কাছে বিনীত আবেদন জানাচ্ছি SSC, TET পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগ পত্র দিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নির্দেশ জারি করুন । আশা করি আমাদের আবেদনটিকে সহানুভূতির সাথে বিবেচনা করবেন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন ।
এর পাশাপাশি রাজ্যের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত সীমাহীন দুর্নীতি, পুলিশ ও শাসকদলের জুলুমবাজি এবং নির্যাতনের প্রতিবাদে এদিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চলের উদ্যোগে এক ধিক্কার মিছিল সংগঠিত করা হয় । মতিলাল বাজার থেকে উত্তরাবাদ মোড় পর্যন্ত এই মিছিলে স্বতস্ফূর্ত ভাবে পা মেলান অসংখ্য মানুষ । মিছিলের স্লোগান ছিল,"পাড়ায় পাড়ায় চোর ধরো, জনগণের জোট গড়ো"। মিছিলের নেতৃত্ব দেন আইএসএফের রাজ্য কমিটির আব্দুল মালেক মোল্লা, সুলতান বৈদ্য, আব্দুল গফ্ফার মোল্লা, আইনজীবী শাহাদাত শাহ প্রমুখ ।
0 Comments