ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বিদ্যাসাগরের জন্মদিবস পালন করলো AIYF

 পৌরমাতা মধুছন্দা দেবের উদ্যোগে ঢাকুরিয়ায় পালিত হলো বিদ্যাসাগরের জন্মদিন

বিশ্বরূপ দে :  নিখিল ভারত যুব ফেডারেশন (AIYF, চেতলা শাখা)-এর উদ্যোগে আজ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয় । এদিন সংগঠনের দলীয় কার্যালয়ে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআই যুব সংগঠনের চেতলা শাখার সম্পাদক কমরেড সুজয় সাহা, সভাপতি শিশির দত্ত, রতন সরকার, মানিক দত্ত সহ অন্যান্য কর্মীবৃন্দ । 

  এর পাশাপাশি, ঢাকুরিয়াতে ৯২নং ওয়ার্ডের সাধারণ মানুষকে সাথে নিয়ে, এই বিশেষ দিনটি মর্যাদার সাথে পালন করলো সিপিআই । 

  অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন ৯২নং ওয়ার্ডের পৌরমাতা কমরেড মধুছন্দা দেব এবং পার্টির কলকাতা জেলার সম্পাদক কমরেড প্রবীর দেব l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী তথা ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা কমরেড শ্রীকুমার মুখার্জি ও আরো অনেকে । 

  অন্যদিকে ইয়ং কলকাতার উদ্যোগেও ঢাকুরিয়ার শরৎ ঘোষ গার্ডেন রোডে প্রতিবারের মতো এবারও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালন করা হয় ।

Post a Comment

0 Comments