ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

প্রায় আড়াই বছর পর লাদাখ থেকে সেনা সরাতে রাজি চিন

  ভারতের লাগাতার কূটনৈতিক চাপের সামনে অবশেষে নতি স্বীকার করতে রাজি ড্রাগন l প্রায় আড়াই বছর পর লাদাখ থেকে সেনা সরাতে রাজি লাল চিন (china) l ১২ সেপ্টেম্বরের মধ্যেই গোগরা (gogra) ও হটস্প্রিংয়ের (hotspring) সংঘাত কেন্দ্র থেকে সেনা সরাবে বেজিং l চিন সেনা সরানোয় সেনা সরাতে রাজি ভারতও l শুক্রবার এমনটাই জানিয়েছে কেন্দ্র l উল্লেখ্য ১৫- ১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে (uzbekistan) চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi jinping) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi) l এক বিবৃতিতে চিন জানিয়েছে গোগরা হটস্প্রিংয়ের পেট্রোলিং পয়েন্ট পিপি-১৫ থেকে বৃহস্পতিবার রাতেই সেনা সরানোর কাজ শুরু করে দিয়েছে তারা l এবার আগের অবস্থানেই ফিরে যাবে দু দেশের সেনা l সরিয়ে ফেলা হবে অস্থায়ী তাবু ও বাঙ্কারও l ভারতের (India) বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান নিয়ন্ত্রণ রেখায় কোন ভাবেই একতরফা ভাবে স্থিতাবস্থা বদলের চেষ্টা মেনে নেবে না ভারত l সীমান্ত সমস্যা মেটাতে লাগাতার আলোচনা চালিয়ে যাবে ভারত ও চিন l গত বৃহস্পতিবার ভারত-চিনের ১৬ তম কমান্ডার স্তরের বৈঠকের পর সেনা প্রত্যাহারে রাজি হয় দুই দেশ l   

একটাও গুলি না চালিয়ে চিনের লাল ফৌজকে পিছনে ফিরতে বাধ্য করাকে নয়া দিল্লির (New Dellhi) বড় কূটনৈতিক জয় হিসেবেই দেখছে আন্তর্জাতিক দুনিয়া l 

কিন্তু হঠাত কেন লাদাখে বরফ গলার ইঙ্গিত ? আসলে চিনের সঙ্গে লাগাতার শীর্ষ সেনা স্তরে ও বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে সীমান্ত সমস্যা মেটাতে বেজিংকে কড়া বার্তা দিয়েছে নয়া দিল্লি l বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Joyshankar) বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বেজিংয়ের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, সীমান্ত সমস্যা না মেটালে দুদেশের মধ্যে অন্যান্য সম্পর্কেও তার প্রভাব পড়তে বাধ্য l আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে কোভিড পরবর্তী ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি চিন l অর্থনীতির বৃদ্ধির গতি স্নথ l অন্যদিকে তাইওয়ান (Taiwan) নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের (Usa) সঙ্গে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে l এই আবহেই আগামী ১৫- ১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন চিনা প্রেসিডেন্ট শিজিনপিং (Xi jinping)  l আন্তর্জাতির বিশেষজ্ঞরা বলছেন এই সুযোগে ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা মেরামত করে নিতে চায় বেজিং l কারন ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর দু-দেশের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে l  একই সাথে ভারত, আমেরিকা ও তাইওয়ানের সঙ্গে তিক্ততা বজায় রাখতে চায়না বেজিং l

Post a Comment

0 Comments