ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

করোনা নেগেটিভ হয়ে ফের অনুশীলনে লাল হলুদের সাহেব কোচ

 

নিজস্ব প্রতিনিধি ঃ করোনা থেকে সেরে উঠে দলের অনুশীলনে নামলেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন।  করোনা আক্রান্ত হওয়ার পরে তিনি কদিন বিশ্রাম নিয়ে সেরে ওঠেন রবিবার তিনি করোনা পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ আসে। ফের অনুশীলনে লাল হলুদের সাহেব কোচ। যদিও তার সঙ্গে করোনা আক্রান্ত হন তার সহকারী বিনো জর্জ। তিনি এখনও অবধি সেরে ওঠেননি। মরসুমের প্রথম জয় পেতে কিছুটা দেরি হলেও ধীরে ধীরে লাল-হলুদ শিবির যে উন্নতি করছে তা দেখাই যাচ্ছে। এদিন কলকাতা সকাল থেকে বৃষ্টিতে ধুয়ে গেলেও ইস্টবেঙ্গলের অনুশীলনে তাতে প্রভাব পড়েনি।       চলতি ফুটবল মরসুমে ডুরান্ড কাপে প্রথম দু ম্যাচে জয়ের মুখ দেখতে না পারলেও শেষ  মুম্বই সিটি এফসি’কে ৪-৩ ব্যবধানে হারিয়ে isl ভাল খেলার স্বপ্ন দেখিয়েছে সমর্থকদের। মুম্বই বধ করে লাল-হলুদ শিবির থেকে অন্তত পক্ষে সমর্থকদের কাছে এই বার্তা তুলে দেওয়া গিয়েছে যে আস্থা আর বিশ্বাস বজায় রাখুন। এক সময় ছন্দে ফিরে আসবেই দল।

আর এই সব কিছুর মধ্যে কিছুটা ছন্দপতন ঘটে দুই কোচের করোনা আক্রান্ত হয়ার কারণে। করোনা আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন হেড কোচ স্টিফেন কনস্টানটাইন এবং সহকারি কোচ বিনো জর্জ ।


 স্টিফেন নিজের ব্যাপারে আপডেট দিয়ে টুইটারে তিনি লেখেন, “করোনা পজিটিভ হওয়ার পর সাত দিন নিভৃতবাসে ছিলাম। এটা বলতে পেরে খুব ভালো লাগছে যে আমি কালকে থেকেই কাজে ফিরতে পারবো।”

  লাল-হলুদ ফুটবলারেরা হাল্কা মেজাজে মূলত স্ট্রেন্থ এন্ড ফিজিক্যাল ডেভেলপমেন্টের ওপরেই বেশি করে জোর দিয়েছে। এদিনের অনুশীলনের মাঝে জর্ডন এবং এলিয়ান্দ্রো ফটোশুটে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তোলে।                            ৭ অক্টোবর কোচিতে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে আইএসএল-এর প্রথম ম্যাচে নামতে চলেছে ইস্টবেঙ্গল        আগামী ২৯ অক্টোবর হবে বহু প্রতীক্ষার কলকাতা ডার্বি অক্টোবরে লাল-হলুদ বাহিনী খেলবে চারটি ম্যাচ, যেগুলির মধ্যে চার থেকে আট দিনের বিশ্রাম পাবে তারা। নভেম্বরেও তারা চারটি ম্যাচ খেলবে। কোনও ম্যাচের আগে ছ’দিন তো কোনও ম্যাচের আগে আটদিন প্রস্তুতির সময় পাবে তারা। সারা ডিসেম্বরে মাত্র তিনটি ম্যাচ তাদের। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মধ্যে ১৩ দিনের ফাঁকা সময়।ফলে ডার্বির আগে তারা নিজেদের গুছিয়ে নিতে পারবে লাল হলুদ ব্রিগেড।

Post a Comment

0 Comments