ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

ভারতীয় ফুটবলের রোডম্যাপ পিছিয়ে যাচ্ছে না স্পষ্ট করল ফেডারেশন

নিজস্ব প্রতিনিধি ঃ আইএসএল-এর আয়োজক এফএসডিএলের সঙ্গে বুধবার (১৪ সেপ্টেম্বর) এক বিশেষ বৈঠকে বসেছিলেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। তারপর থেকেই বেশ কিছু সংবাদমাধ্যমের দ্বারা খবর ছড়িয়ে যায় যে এএফসির প্রদত্ত রোডম্যাপ আরও দুই বছর পিছিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। ফলে আগামী বছর আইলিগ চ্যাম্পিয়ন দল আইএসএল-এ উঠতে পারত, সেই প্রক্রিয়ায় আপাতত পরে যাচ্ছে স্থগিতাদেশ। অর্থাৎ আরও দু’বছর পর আই লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি আইএসএল-এ খেলার সুযোগ পেলে, আইএসএল-এর দলের অবনমন হবে আরও দু’বছর পরবৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে টুইটারে একটি পোস্ট করে জানানো হয় যে এই খবরটি সম্পূর্ণ ভুল। এই খবরের কোনও ভিত্তি নেই এবং কোনও কর্মকর্তার বক্তব্যও নেই। এর ফলে নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস ফেলবে আই লিগ দলগুলি। কারণ এএফসির রোডম্যাপকে মাথায় রেখেই আসন্ন আই লিগের জন্য দলগঠন করেছে দলগুলি। কারণ এএফসির রোডম্যাপ অনুযায়ী আগামী অর্থাৎ ২০২২-২৩ মরসুম থেকে আই লিগের চ্যাম্পিয়ন দল আইএসএল-এ উঠতে পারবেমূলত এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের ২০২৪ সাল অবধি চুক্তি আছে তার পরেই আইএসএলে অবনমন নিয়ে আলোচনা করবেন নতুন ফেডারেশন কর্তারা এমনই শোনা যাচ্ছে। ফেডারেশনের নতুন সভাপতি কল্যাণ চৌবে ভারতীয় ফুটবলের জন্য কিছু পরিকল্পনা নেন সেগুলো হলো।১) দেশের বয়স ভিত্তিক বেশ কয়েকটা টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে তা আবার শুরু করা। ফেডারেশন কাপটা এখন সুপার কাপে বদলে গেছে। সেই গুরুত্বও নেই। ফেডারেশন কাপকেও ফেরাতে উদ‍্যোগী হচ্ছেন।

(২) সন্তোষ ট্রফিকে নতুন করে ঢেলে সাজাতে পরিকল্পনা করা হচ্ছে। ভারতীয় ফুটলের প্রধান প্লাটফর্ম হচ্ছে সন্তোষ ট্রফি। নতুন করে সন্তোষ ট্রফিকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এআইএফএফ।

(৩) খুব শীঘ্রই রেফারিদের একটা অ‍্যাকাডেমি করা হবে।

(৪) ফুটবল উন্নয়নের জন‍্য ফিফা যে টাকা দেয় সেই অনুদান বেশিরভাগ রাজ‍্য ফুটবল সংস্থা পায় না। এবার থেকে সকল রাজ‍্য সংস্থার কোনও প্রজেক্ট খতিয়ে দেখে কিস্তিতে অনুদান দেওয়া হবে। তার জন‍্য প্রতিটি রাজ‍্য সংস্থার সঙ্গে বিস্তারিত আলোচনা করে নেওয়া হবে।

(৫) শুধু বিদেশি কোচরাই কাজের সুযোগ পাবেন এবার সেটা হবে না। যোগ‍্য দেশীয় কোচেরাও কাজ করার সুযোগ পাবেন।

(৬) ফুটবলের উন্নয়নের জন‍্য প্রতিটি রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান এআইএফএফ সভাপতি। তার জন‍্য এই ১০০ দিনে সকল মুখ‍্যমন্ত্রীর কাছে দেখা করার জন‍্য আবেদন করবেন।

(৭) দেশের স্কুল ফুটবলকে বেশি করে গুরুত্ব দিতে চান কল‍্যাণ। তিনি তথ‍্য দিয়ে জানালেন,ভারতে প্রায় ১৬ ল লক্ষ স্কুল আছে। ছাত্রের সংখ‍্যা প্রায় ২৫ কোটি। দেশের ফুটবলের ভিত শক্তিশালী করতে হলে স্কুল ফুটবলে জোর দিতে হবে বেশি। কল‍্যাণ সেই লক্ষ‍্যেই এগোচ্ছেন।

(৮) এবার ‘অর্জুন’ ও ‘পদ্মশ্রী’র জন‍্য বাংলার দুই প্রাক্তন ফুটবলারের নাম সুপারিশ করবে এআইএফএফ।

(৯) ক্রীড়া সাংবদিকদের সমালোচনাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি ভারতীয় ফুটবলের উন্নয়নের জন‍্য সাংবাদিকরাও এআইএফএফকে পরামর্শ দিতে পারেন। তারজন‍্য ইতিমধ‍্যে আলাদা মেল আইডি ক্রিয়েট করে দেওয়া হয়েছে।

(১০) টেকনিক‍্যাল কমিটিই কোচ নির্বাচন করবেন। এই কমিটির সদস‍্যদের পূর্ণ স্বাধিনতা দেও

Post a Comment

0 Comments