আদিবাসী আন্দোলনকে সমর্থন জানিয়েছে আইএসএফ
বিশ্বরূপ দে : ঝাড়গ্রামে রাজ্য সরকারের বৈমাত্রিসুলভ আচরণের প্রতিবাদে ৩রা সেপ্টেম্বর শনিবার সেখানকার আদিবাসী কুড়মি সমাজ পথ অবরোধ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে । আদিবাসীদের অধিকার রক্ষার লড়াইতে তাদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)।
প্রসঙ্গত উল্লেখ, আগামী ৬ই সেপ্টেম্বর আদিবাসীদের ঐতিহ্যবাহী করম উৎসব । আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে এটির তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের কাছে কৃষিভিত্তিক গণ উৎসব । আদিবাসী সমাজ জীবনের অঙ্গবিশেষ এই করম উৎসব ।
বিশেষ এই দিনটিকে সরকারিভাবে 'সেকশনাল হলিডে' রূপে ঘোষণা করা আছে । অথচ বারবার পূর্ণদিবস ছুটি ঘোষণা'র আবেদন জানানো সত্ত্বেও রাজ্য সরকার এবিষয়ে কোনরকম কর্ণপাত করছে না । এপ্রসঙ্গে দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক এক বিবৃতি জারি করে বলেন,"গতবছর আইএসএফের চেয়ারম্যান ও বিধায়ক মহম্মদ নওসাদ সিদ্দিকী এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছিলেন । চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন, আদিবাসী সমাজ জীবনের অঙ্গ হিসেবে এই বিশেষ দিনটিতে সরকারিভাবে পূর্ণদিবস ছুটি ঘোষণা করা উচিত"।
আগামীকাল ঝাড়গ্রামে রাজসরকারের বৈমাত্রিসুলভ আচরণের বিরুদ্ধে আদিবাসী কুড়মি সমাজ শান্তিপূর্ণ পথ অবরোধ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে । আইএসএফ এই কর্মসূচীকে পূর্ণ সমর্থন ও সংহতি জানাচ্ছে বলে জানিয়েছেন সামসুর আলি মল্লিক ।
0 Comments