নিজস্ব প্রতিনিধি : ভারতের স্বাধীনতাদিবসের ৭৫ বছরের অনুষ্ঠান উপলক্ষে ইডেনে হয়ে গেল লেজেন্ডস লিগের ম্যাচ। ইন্ডিয়া মহারাজা একাদশ বনাম ওয়ার্ল্ড জায়ান্টসের। আর সেই ম্যাচ দেখতে হাজির অরুণ লাল এবং তার স্ত্রী বুলবুল। তার সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তারা এদিন বসে ম্যাচ দেখলেন একসঙ্গে তিনজনে ডিনারও করলেন।চলতি বছর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। জীবনে দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়েন ময়দানের লালজি।অরুণ লালকে বিয়ে করে তার স্ত্রী বুলবুল জানান,সত্যিই খুব ভাল লাগছে। অত্যন্ত আনন্দের ও সুন্দর এই অনুভূতি। একে-অপরকে এতদিন ভালবেসেছি। সেই সম্পর্ক এবার বিয়েতে পরিণত হয়েছে। মানুষ অরুণ লাল আমার কাছে সবচেয়ে প্রিয় তাঁর ভদ্র ব্যবহার ও সারল্যের জন্য। একেবারে মাটির মানুষ। পশু-পাখি বড্ড ভালবাসে।" ৬৬ বছর বয়সি প্রাক্তন এই ভারতীয় ক্রিকেট তারকার ৩৭ বছর বয়সী তার দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহাকে বিয়ে করেন । সৌরভ গঙ্গোপাধ্যায় হাজির ছিলেন তাঁদের বিয়ের রিসেপসনে।পুজোর ছুটিতে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা আছে তার।এদিন ম্যাচে ইডেনে হয় স্পেশাল লেজার শো। গান গেয়ে ম্যাচের সূচনা করেন ইমন চক্রবর্তী। ঘন্টা বাজিয়ে ম্যাচের সূচনা করেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার মার্ক ওয়া।২০১৬ সালের ক্যানসার আক্রান্ত হয়েছিলেন অরুণ লাল। সেই সময় লড়াই করে ফিরে আসেন তিনি । বরাবরই লড়াকু অরুণ লাল। দিল্লি দলের হয়ে রঞ্জিতে খেলেছেন তিনি। ১৯৮১ সাল থেকে বাংলার হয়েও খেলতে শুরু করেন। বাংলাকে রঞ্জি জেতাতে বড় ভূমিকা নেন তিনি। ভারতের হয়ে ১৬টি টেস্ট এবং ১৩টি এক দিনের ম্যাচ খেলেছেন অরুণ লাল। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সংগ্রহ ৮৫১ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে অরুণ লালের ঝুলিতে রয়েছে ১০৪২১ রান।
0 Comments