নিজস্ব প্রতিনিধি : পঞ্চায়েত সদস্যাকে বিবস্ত্র করে মারধরের পাশাপাশি চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গুরুতর জখম অবস্থায় পঞ্চায়েত সদস্যা ও তার মেয়ে টাকি গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে চাঞ্চল্য সন্দেশখালির কলাবাগান এলাকায়। সন্দেশখালি এক নম্বর ব্লকের মেটিয়াখালি দু'নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা বীথিকা মন্ডলের অভিযোগ বুধবার বিকালে তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা । মাকে বাঁচাতে মেয়ে রুপা মন্ডল ছুটে এলে তাকেও দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। দুষ্কৃতীদের মারে মাথা ফাটে মেয়ের। দুষ্কৃতীরা তার মাথার চুলও কেটে নেয় বলে অভিযোগ করেন নিগৃহীত পঞ্চায়েত সদস্যা বীথিকা মন্ডল ।
ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বিষয়টি জমি জায়গা সংক্রান্ত পারিবারিক বিবাদ বলে দাবি সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর। পঞ্চায়েত সদস্যার অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ । তবে অভিযুক্তরা এখনো পলাতক। আতঙ্কে দিন কাটছে সন্দেশখালি এক নম্বর ব্লকের মেটিয়াখালি দু'নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা বীথিকা মন্ডলের ।
0 Comments