ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে পুরসভার গাফিলতির বিরুদ্ধে পথে নামলো সিপিআই চেতলা শাখা
বিশ্বরূপ দে. : পেনশন এবং ছাটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল করার দাবিতে মঙ্গলবার (২০/৯/২২) পরিবহন ভবনের প্রবেশ দ্বারে বিক্ষোভ প্রদর্শন করলো সিটিসি (ক্যালকাটা ট্রাম কোম্পানি)-র শ্রমিকেরা ।
এদিন পরিবহন ভবনের গেটের সামনে থালা এবং ভিক্ষার কৌট নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিটিসির শ্রমিকেরা । অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল করার দাবীতে এই বিক্ষোভ কর্মসূচী সংগঠিত হয় বলে জানিয়েছেন AICCTU নেতৃত্ব । বিক্ষোভ চলাকালীন ওই সভায় বক্তব্য রাখেন মধুসূদন চক্রবর্তী এবং হরিশচন্দ্র রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
বিক্ষোভের খবর পেয়ে সংস্থার চেয়ারম্যান মাননীয় মদন মিত্র বিক্ষোভ সভায় উপস্থিত হন এবং দাবীগুলি শোনার পর তা বিবেচনার প্রতিশ্রুতি দেন । তবে দ্রুত সমস্যার সমাধান না হলে দুর্গোৎসবের পর বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন AICCTU-এর রাজ্য সম্পাদক কমরেড দিবাকর ভট্টাচার্য ।
এর পাশাপাশি, এদিন AICCTU অন্তর্ভুক্ত কলকাতার মিড-ডে মিল ইউনিয়নের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি সম্বলিত স্মারকপত্র পেশ করা হয় কলকাতার প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কার্তিক মান্নার কাছে । ওই স্মারকপত্রের মাধ্যমে রন্ধন কর্মীদের মজুরি বৃদ্ধি সহ উৎসবকালীন ভাতা ও ব্যাংক এক্যাউন্টে ভাতা প্রদানের মতো প্রভৃতি দাবি জানানো হয় ।
দাবি পূরণের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন কার্তিক মান্না । সংগঠনের তরফে এই কর্মসূচির প্রতিনিধি দলে ছিলেন মিড-ডে মিল কলকাতা জেলা কমিটির সম্পাদিকা কমরেড শীলা দে সরকার, অমলেন্দু ভূষণ চৌধুরী, বাবুন ব্যানার্জি, অতনু চক্রবর্তী প্রমুখ ।
অন্যদিকে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে পৌরসভার গাফিলতি ও চরম উদাসীনতার বিরুদ্ধে পথে নেমেছে ভারতের কমিউনিস্ট পার্টি । দলের চেতলা শাখার উদ্যোগে পৌরসভার এই উদাসীনতার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে ৮২ নং ওয়ার্ড জুড়ে পোস্টারিং ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার অভিযান চালানো হয় । ওয়ার্ডকে জঞ্জাল মুক্ত করার পাশাপাশি, বস্তি অঞ্চলগুলোতে নিয়মিত ব্লিচিং পাউডার ছড়ানোর বিষয়ে মহানাগরিককে উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছে সিপিআই চেতলা শাখা ।
0 Comments