কলকাতা পুলিশের শুটিং টিমের সাফল্যে গর্বিত নগরপাল বিনীত গোয়েল
বিশেষ প্রতিবেদন :
বিশ্বরূপ দে : ৩০শে অগাস্ট থেকে ৪ঠা সেপ্টেম্বর, সপ্তাহব্যাপী আসানসোলে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ পুলিশের ৫৪ তম রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী প্রতিযোগীদের সাফল্যের জন্য বুধবার (৭/৯/২২) কলকাতা পুলিশের শুটিং টিম-কে সংবর্ধনা জানালেন কলকাতার মাননীয় নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল ।
এই চ্যাম্পিয়নশিপে কলকাতা পুলিশের শুটিং টিম-এর ঝুলিতে এসেছে ব্যক্তিগত ইভেন্টে মোট দুটি সোনা, তিনটি রুপো, ও একটি ব্রোঞ্জ মেডেল, এবং দলগত ইভেন্টে মোট তিনটি সোনা ।
‘ওপেন’ বিভাগে .৩২ সেন্টার ফায়ার পিস্তল এবং .২২ স্ট্যান্ডার্ড পিস্তল শুটিংয়ে ব্যক্তিগত সোনা পেয়েছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের যুগ্ম কমিশনার শ্রী ভি.সলোমন নেসাকুমার । র্যাপিড ফায়ার পিস্তলে ব্যক্তিগত রুপো জয় করেছেন কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমির কনস্টেবল শ্রী রাকেশ বিশ্বাস । ওপেন সাইট রাইফেলে ব্যক্তিগত ব্রোঞ্জ জয় করেছেন ইস্টার্ন সুবারবন ডিভিশনের ইন্সপেক্টর শ্রী সুবর্ণ দত্ত চৌধুরী এবং মহিলাদের ওপেন সাইট রাইফেলে ব্যক্তিগত ভাবে স্বর্ণপদক পেয়েছেন রিজার্ভ ফোর্সের এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শ্রীমতি সুদীপ্তা পাল ।
দলগত ভাবে পদক জয়ীদের মধ্যে রয়েছেন,১। সোনা - ভি. সলোমন নেসাকুমার, এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রাজেশ বণিক এবং কনস্টেবল রাকেশ বিশ্বাস, স্ট্যান্ডার্ড পিস্তল ও র্যাপিড পিস্তল ।
২। সোনা - ভি. সলোমন নেসাকুমার, ইন্সপেক্টর সৌরভ মণ্ডল (স্পেশাল ব্রাঞ্চ), এবং কনস্টেবল রাকেশ বিশ্বাস, সেন্টার ফায়ার পিস্তল ।
৩। সোনা - ইন্সপেক্টর সুবর্ণ দত্ত চৌধুরী, এসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর অমিতকান্তি দেব (কম্যান্ডো টিম) ও সাব-ইন্সপেক্টর সঞ্জয়কুমার হলদি (সেন্ট্রাল ডিভিশন), ওপেন সাইট রাইফেল (পুরুষ) ।
0 Comments