নিজস্ব প্রতিনিধি ঃ এ কেমন কান্ড! ঘটি বাঙাল নিউ নরমাল কর্পোরেট ফুটবলে এক হয়ে গেল নাকি! আসলে মোহনবাগান মাঠে সদস্যদের গ্যালারিতে তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের পতাকা। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। আর এই বিষয় একদমই মেনে নিতে পারছেন না ইস্টবেঙ্গল আর মোহনবাগান সমর্থকেরা। কিছু মোহনবাগান সমর্থক যেমন বলছেন তাঁদের ভালো মাঠ ভালো সুবিধা নিতে এসেছে ইস্টবেঙ্গল। আবার ইস্টবেঙ্গল সমর্থকেরা বলছেন কেন তাঁদের পতাকা ওই মোহনবাগানে নিয়ে গিয়ে আবেগ বিসর্জন দেওয়া হলো!
ঠিক কি কারণে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের পতাকা রয়েছে মোহনবাগানের সদস্য গ্যালারিতে?
আসলে আইএসএলের প্রোমো শুটের জন্য। গত শনিবার থেকে মোহনবাগান মাঠের একপ্রান্তে আইএসএলের বিলবোর্ড লাগানোর কাজ শুরু হয়েছিল, এছাড়া বিশেষ লাইট ও সাউন্ড সিস্টেমে ভর্তি ছিল মাঠ এবং জেনারেটরের গাড়ি ও ভ্যানিটি ভ্যান দাঁড়িয়ে ছিল মোহনবাগান তাঁবুর বাইরে। আইএসএলের প্রোমো শুটের জন্যই ইস্টবেঙ্গলের পতাকা রাখা হয়েছিল সেই জায়গায়। প্রসঙ্গত গত ছয় ডার্বিতেই ইস্টবেঙ্গল হেরেছে মোহনবাগানের বিরুদ্ধে। শেষ ডুরান্ড ডার্বিতেও হারে ইমামি ইস্টবেঙ্গল। কলকাতা লিগে ডার্বি না হলে isl প্রথম ডার্বি হবে ২৯ অক্টোবর ও দ্বিতীয় ডার্বি ২০২৩ সালে ২৫ ফেব্রুয়ারি। লিগ পর্বে কলকাতার দুই প্রধানের শেষ ম্যাচ এটিই। ডার্বি নিয়ে উন্মাদনা কোনও কিছুতেই কমার নয়। এছাড়াও এ বার ফুটবলার ও ফুটবলপ্রেমীদের isl জন্য সবচেয়ে ভাল খবর হল, গ্যালারিতে দর্শকেরা ফিরে আসবেন এবং ঘরের মাঠে খেলতে পারবে সব ক্লাবই। গত দুই মরশুমে কোভিডের জন্য তা সম্ভব হয়নি। দর্শকদের সুবিধার জন্য বিদেশের বিভিন্ন লিগের মতো এ বারের isl ম্যাচগুলি রাখা হয়েছে সপ্তাহের শেষ দিকে, বৃহস্পতিবার থেকে রবিবার।Isl২০২২-২৩ মরশুমের উদ্বোধনী ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এফসি। ৭ অক্টোবর কোচিতে কেরালা এফসি-র বিরুদ্ধে তাদের ম্যাচ দিয়ে শুরু হবে আসন্ন islঅক্টোবরের প্রথম দিক থেকে থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত— প্রায় পাঁচ মাস ধরে হচ্ছে এ বারের isl, যাতে হবে ১১৭টি ম্যাচ। এগারো দলের টুর্নামেন্টে লিগ পর্বে প্রতি দল কুড়িটি করে ম্যাচ খেলবে। নক আউট পর্বে আরও তিন থেকে পাঁচটি ম্যাচ।
0 Comments