ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন তিস্তা শেতলাবাদ

নিজস্ব প্রতিনিধি ঃ  দুই মাসেরও বেশি সময় জেলে বন্দী থাকার পর শর্তসাপেক্ষে  অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তিস্তা শেতলাবাদ। শুক্রবার এই বিশিষ্ট সমাজকর্মী জামিনের আবেদন মঞ্জুর করেন সুপ্রিম কোর্ট।  তবে স্থায়ী জামিন পেতে হলে তাকে দ্বারস্থ হতে হবে গুজরাট হাই কোর্টের। 

অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হল সমাজকর্মী তিস্তা শেতলাবাদের। শুক্রবার এই বিশিষ্ট সমাজকর্মীর  জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। তবে তিস্তা শেতলাবাদকে পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে।  বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত মন্তব্য করেছিলেন তিস্তা শেতলাবাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে তাঁকে জামিন দেওয়া যায় না।  তারপরই এই বিশিষ্ট সমাজকর্মীর জামিনের আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত।  তবে স্থায়ী  জামিন পেতে গেলে তাকে গুজরাত  হাইকোর্টের দ্বারস্থ হতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।  গুজরাট হাইকোর্ট কে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে জামিনের আবেদন বিচারের আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট,এই অন্তর্বর্তী জামিন এর রায় সেই আবেদন এর যেন কোন রকম ভাবে প্রভাব না ফেলে তাও নিশ্চিত করতে বলা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে।  প্রসঙ্গত গুজরাটের সমাজকর্মী তিস্তা শেতলাবাদকে মুম্বই থেকে গ্রেফতার করে গুজরাট পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স,এই গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে পথে নেমেছিল বিভিন্ন বামপন্থী সংগঠন। 

Post a Comment

0 Comments