আইএসএফের উদ্যোগে হাওড়া সাঁকরাইলে রক্ত অর্পণ শিবিরের আয়োজন
বিশ্বরূপ দে : মঙ্গলবার হাওড়ার সাঁকরাইল অন্তর্ভুক্ত সারেঙ্গা পোল বাজারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে শহীদ আনিস খানের স্মৃতিতে এক রক্ত অর্পণ শিবিরের আয়োজন করা হয় ।
শিবিরে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান তথা বিধায়ক মহঃ নওসাদ সিদ্দিকী, রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতি, কার্যকারী সভাপতি শামসুর আলী মল্লিক, কার্যালয় সম্পাদক নাসিরুদ্দিন মীর, রাজীব লস্কর, নাসিরউদ্দিন মন্ডল, নাজিম সেখ, মাহবুব সেখ সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ।
শিবিরে আয়োজিত জনসভায় বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেন, যখন জাত ও ধর্মের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করছে, তখন আইএসএফ সামাজিক ন্যায় ও মানুষের হকের লড়াইতে সামিল হয়েছে । আনিস খানের জন্য ইনসাফের আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি । দলের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতি রাজ্য সরকারের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করেন । অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।
ছাত্রযুব সহ মোট ১০০ জন মানুষ শিবিরে রক্ত অর্পণ করেন ।
0 Comments