ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

মল্লরাজাদের নাম অনুসারেই "মল্লভূম" নামে খ্যাতি লাভ করে বিষ্ণুপুর

 মল্লরাজাদের প্রথম পুরুষ ছিলেন রঘুনাথ সিংহ

বিশেষ প্রতিবেদন:

বিশ্বরূপ দে  :  খ্রিস্টীয় সপ্তম শতকের শেষের দিকে বৃন্দাবনের নিকটবর্তী জয়নগর রাজ্যের রাজ্যচ্যুত রাজা সস্ত্রীক তীর্থ দর্শনের উদ্দেশ্যে পুরীধামের দিকে যাত্রা শুরু করেন । পথে কোতলপুরের কাছাকাছি লাউগ্রামে রাজার সন্তানসম্ভবা স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেন । ওই অবস্থায় রাজা তাঁর স্ত্রী ও সদ্যজাত শিশুকে মনোহর পঞ্চানন নামে এক ব্রাহ্মণের কাছে গচ্ছিত রেখে একাই তীর্থের উদ্যেশ্যে রওনা হন । ব্রহ্মণের কাছে রাজা এবং তাঁর স্ত্রী-পুত্রের পরিচয় ছিল অজানা । রাজার সেই শিশু পুত্র গরিব ব্রাহ্মণের বাড়িতেই বড় হতে থাকে ।

  একদিন ব্রাহ্মণের চোখে পড়লো এক আশ্চর্য ঘটনা । সে দেখলেন, ছোট্ট শিশুটি গরু চড়াতে চড়াতে ক্লান্ত হয়ে মাঠের মধ্যে ঘুমিয়ে পড়েছে এবং সূর্যের প্রখর তেজ থেকে শিশুকে আড়াল করতে একটি বিশাল আকৃতির সাপ শিশুটির মাথার ওপর ফনা তুলে আছে । 

  ব্রাহ্মণ পঞ্চানন এই দৃশ্য দেখে বুঝতে পারলেন যে এই শিশুর মধ্যে রাজলক্ষণ আছে । এরপর ব্রাহ্মণ শিশুর গরু চড়ানো বন্ধ করে তার শাস্ত্র ও অস্ত্রচর্চার বন্দোবস্ত করলেন ।

  মাত্র ১৫ বছর বয়সেই সেই বালক একজন সুদক্ষ মল্লবীর হয়ে উঠলেন । বালকের অস্ত্রচর্চা ও মল্লশিক্ষায় মুগ্ধ হয়ে স্থানীয় রাজা তাঁকে "মল্ল" উপাধিতে ভূষিত করেন । তারপর একদিন সেই রাজার অনুরোধেই রাজসিংহাসনে বসলেন সেই বালক । তিনিই হলেন মল্লরাজাদের প্রথম পুরুষ বা "আদিমল্ল"। রাজসিংহাসনে বসার পর এই আদিমল্লই "রঘুনাথ" নামে খ্যাতিলাভ করেন । আদিমল্ল বা রঘুনাথের রাজধানী ছিল তৎকালীন প্রোদ্যুম্মপুরে, যা বর্তমানে বাঁকুড়া জেলা অধীনস্ত জয়পুরের নিকটবর্তী ।

  প্রসঙ্গত উল্লেখ, মল্লরাজাদের নাম অনুসারেই "মল্লভূম" নামে খ্যাত হয়ে ওঠে বাঁকুড়ার বিষ্ণুপুর ।

Post a Comment

0 Comments