ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

শিশু ও প্রবীণদের নিয়ে কলকাতা পুলিশের পূজো পরিক্রমা

কমিউনিটি পুলিশ বিভাগের "প্রণাম" আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নগরপাল বিনীত গোয়েল

বিশেষ প্রতিবেদন:

বিশ্বরূপ দে  :  যে কোন উৎসবের অর্থই হলো জাতি-ধর্ম এবং ধনী-দরিদ্র নির্বিশেষে এক পুন্য মহামিলন পর্ব । মানুষের এই মহামিলনের মধ্যে দিয়েই উৎসব হয়ে ওঠে আনন্দমুখর । তাই "পূজো সবার, খুশিও সবার"- এই স্লোগানকে সামনে রেখেই শিশু ও প্রবীণ নাগরিকদের নিয়ে পূজো পরিক্রমার বিশেষ আয়োজন করলো কলকাতা পুলিশের কমিউনিটি বিভাগের "প্রণাম" নামক বিশেষ প্রকল্প । 

  "প্রণাম"-এর সূচনা হয় ১৩ বছর আগেই । প্রবীণ সহনাগরিকদের বিপদ-আপদে তাদের পাশে থাকার লক্ষেই কলকাতা পুলিশের এই উদ্যোগ । প্রায় কুড়ি হাজারেরও বেশি প্রবীণ সহনাগরিক আজ প্রণামের সদস্য । 

  শিশু থেকে প্রবীণ - সকলের সাথে দুর্গোৎসবের আনন্দকে ভাগ করে নিতে চতুর্থীর দিন, অর্থাৎ বৃহস্পতিবার শহরের বিশেষ চাহিদাসম্পন্ন ১৫০ জন শিশু এবং প্রণামের ৪০০ জন প্রবীণ সদস্যকে নিয়ে পূজো পরিক্রমার বিশাল আয়োজন করে কলকাতার কমিউনিটি পুলিশ বিভাগ ।

  উল্লেখযোগ্য বিষয় হলো ওই ১৫০ জন শিশুর মধ্যে সামিল ছিল বেশ কিছু কারাবন্দি মানুষের সন্তানেরা । শিশু ও প্রবীণ মিলে পাঁচশোরও বেশি মানুষ এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন পূজো মণ্ডপ পরিক্রমা করে দুর্গোৎসবের আনন্দ উপভোগ করেন ।

  সমগ্র অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলকাতা পুলিশের নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল ।

Post a Comment

0 Comments