ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

দুরমুশ বাইচুং, এআইএফএফ সভাপতি কেন্দ্রের সমর্থন প্রাপ্ত কল্যাণ চৌবে

নিজস্ব প্রতিনিধি ঃ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন প্রাক্তন জাতীয় গোলরক্ষক কল্যান চৌবে। ভারতের প্রাক্তন অধিনায়ক ও ফুটবল আইকন বাইচুং ভুটিয়া কে ৩৩-১ ব্যবধানে হারিয়ে প্রিয় রঞ্জন দাশমুন্সীর পর আরো এক বঙ্গ তনয় এআইএফএফ এর সভাপতি পদে আসীন হলেন। ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে এআইএফএফ সভাপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন সকল ফুটবলপ্রেমীরা। প্রকাশিত সেই ফলাফলে দেখা গেছে যে দেশের ৩৪ টি ফুটবল সংস্থার মধ্যে কল্যান পেয়েছেন ৩৩ টি সংস্থার ভোট। বাইচুং পেয়েছেন কেবল মাত্র একটি ভোট। যদিও প্রয়াত মোহনবাগান কর্তা অঞ্জন মিত্রের জামাই কল্যান চৌবে আরও একটি পরিচয় আছে যে তিনি দেশের প্রাক্তন ফুটবলার এর পাশাপাশি একজন বর্তমান রাজনীতিবিদ। উল্লেখ্য ভারতীয় ফুটবলের ৮৫ বছরের ইতিহাসে প্রথমবার কোনও প্রাক্তন ফুটবলার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মসনদে বসলেন ৷ তাও আরেক প্রাক্তন ফুটবলার তথা জাতীয় দলের অধিনায়ক বাইচুং ভুটিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে।

Post a Comment

0 Comments