ভাঙরকে অশান্ত করার অপচেষ্টা রুখে দিতে হবে : নওসাদ সিদ্দিকী
বিশ্বরূপ দে : শাসকদল তৃণমূল কংগ্রেসের চোখ-রাঙানি ও সীমাহীন সন্ত্রাস উপেক্ষা করে ভাঙর বিধানসভার বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করলো কয়েক হাজার মানুষের শান্তি মিছিল । মিছিলের পুরোভাগে ছিলেন ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী ও আইএসএফের অন্যান্য নেতৃবৃন্দ ।
প্রসঙ্গত উল্লেখ, দিনকয়েক আগে চালতাবেড়িয়ায় এক গৃহস্থ বাড়ির উনুনে দুষ্কৃতীদের রাখা বোমা ফেটে গুরুতর জখম হন এক গৃহবধূ । এলাকার হাই মাদ্রাসার নির্বাচন বানচাল করতেই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে শান্ত পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা করছে বলে এই ঘটনায় অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে । এর প্রতিবাদে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই মিছিল করে স্থানীয় নাগরিকবৃন্দ ।
এবিষয়ে এক বিবৃতি জারি করে বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেন,"শান্ত ভাঙড়কে অশান্ত করার অপচেষ্টা ব্যর্থ করতে গতকাল এক বিশাল শান্তি মিছিল পথ পরিক্রমা করল । চালতাবেড়িয়া অঞ্চলের তেঁতুলতলা ঘাট থেকে দক্ষিণ বউনিয়া, শাহাজিপাড়া দিয়ে এই মিছিল বিলভাগাড় ঈদগা মাঠে শেষ হয় । উল্লেখ্য, কয়েকদিন আগেই এই চালতাবেড়িয়ায় এক বাড়িতে চুলার মধ্যে দুষ্কৃতিদের রেখে যাওয়া বোমা ফেটে গেলে এক গৃহবধূ মারাত্মক ভাবে আহত হন । ওখানকার হাই মাদ্রাসার নির্বাচনকে বানচাল করতে এলাকায় অশান্তি সৃষ্টির অপচেষ্টা ছিল ।পরাজিত হবার ভয়ে তারা নির্বাচন স্থগিত করার অপচেষ্টায় ছিল । তাতে সফলও হয়েছে, কেননা নির্বাচন আপাতত স্থগিত । অভিযোগের তীর শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকেই । তাদের মদতেই এই কান্ড হয়েছে । ভাঙড় গত এক বছর ধরে তার রক্তাক্ত অতীত ভুলে নতুন করে শান্তি ও উন্নয়নের পথে পা বাড়িয়েছে । তাকে ফের অশান্ত করার অপচেষ্টা সাধারণ মানুষ মেনে নিচ্ছেন না । তাই আজ নাগরিক মিছিল আয়োজন করে এই অপচেষ্টাকে ধিক্কার জানানো হয় । মিছিলে নারী-পুরুষ নির্বিশেষে কয়েক হাজার মানুষ যোগ দেন । মিছিল শেষে বিশাল জনসভা করা হয় । মিছিল ও সমাবেশের মেজাজেই টের পাওয়া গেছে শান্তি ও উন্নয়নের প্রতি মানুষের আকুতি"।
মিছিল শেষে উক্ত সমাবেশে বিধায়ক বলেন যে, শান্ত ভাঙড়কে অশান্ত করার সমস্ত অপচেষ্টা রুখে দিতে হবে এবং হিংসা-প্রতিহিংসার রাজনীতি ভুলে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে ।
0 Comments