ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বিক্রমাদিত্যের পর এবার ভারতীয় নৌ বাহিনীতে আইএনএস বিক্রান্ত

নিজস্ব প্রতিনিধি ঃ ভারতীয় নৌবাহিনীর মুকুটে নয়া পালক I আইএনএস বিক্রমাদিত্যের পর এবার ভারতীয় নৌবাহিনীর হাতে এল আরেকটি এয়ারক্রাফট কেরিয়ার যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত I  শুক্রবার সকালে কেরলের কোচি বন্দরে আইএনএস বিক্রান্তকে নৌবাহিনীর হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি I অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নৌবাহিনীর অ্যাডমিরাল, ভাইস অ্যাডমিরাল সহ পদস্থ নৌসেনা কর্তারা I 

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কোচির সিপইয়ার্ডে তৈরি হয়েছে আইএনএস বিক্রান্ত I তৈরি করতে সময় লেগেছে প্রায় ১০ বছর I খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকারও বেশি I 

আইএনএস বিক্রান্তের অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রী বলেন আজ আমাদের গর্বের দিন I  বিক্রান্ত নতুন আত্মবিশ্বাসের জন্ম দিল I সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে  এই এয়ারক্রাফট তৈরির ফলে ভারত বিশ্বের সেই গুটি কয়েক দেশের মধ্যে স্থান করে নিল, যাদের বিমানবাহী রণপোত তৈরির কৌশল জানা আছে I

কেন এতো গুরুত্বপূর্ণ আইএনএস বিক্রান্ত ?  প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন সমুদ্র পথও ভারতের কাছে নিরাপত্তার জন্য দিনদিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে I পশ্চিম উপকুলে আরব সাগরে পাক নৌসেনা ও ভারত মহাসাগরে চিনের লাল ফৌজের দাপট ক্রমশ বাড়ছে I ফলে একটা এয়ারক্রাফট কেরিয়ারে প্রয়োজন মিটছিল না I তাই মুলত প্রতিবেশী দুই দেশের কথা মাথায় রেখেই দুটো এয়ারক্রাফট কেরিয়ার তৈরির পরিকল্পনা করেছিল ভারত I বছর আটেক আগে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছিল আইএনএস বিক্রমাদিত্য, এবার তার সঙ্গে যুক্ত হল আইএনএস বিক্রান্ত I 

ঠিক কতোটা বড় আইএনএস বিক্রান্ত ? নৌবাহিনী সূত্রের খবর পাশাপাশি দুটি ফুটবল মাঠ ধরে যাবে এই রণতরীতে  I আইএনএস বিক্রান্তের ওজন ৪০ হাজার টন, দৈর্ঘ্য ২৬২ মিটার, চওড়া ৬২ মিটার আর উচ্চতা ১৮ তলা বাড়ির সমান I রণতরীর মধ্যে আছে শতাধিক শয্যা বিশিষ্ট হাসপাতাল I জাহাজটিতে তিরিশটি যুদ্ধ বিমান ওঠানামা করতে পারবে I নৌসেনা ও অফিসার নিয়ে প্রায় ষোলশো নাবিক থাকতে পারবেন এই বিমানবাহী রণতরীতে I আজ থেকেই দেশের সমুদ্র সুরক্ষায় কাজে নেমে পড়ল আইএনএস বিক্রান্ত I

এদিন নৌবাহিনীর নতুন পতাকারও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী I নতুন পতাকায় সাদা পতাকার কোনে জাতীয় পতাকা থাকলেও মুছে দেওয়া হয়েছে জর্জ ক্রশ, তার জায়গায় এসেছে শিবাজির রাজমুদ্রা I


Post a Comment

0 Comments