ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

কলকাতা পুলিশের আলোকচিত্র প্রদর্শনী

কাশীপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হলো সশস্ত্র বাহিনীর প্রতিযোগিতা মূলক ফোটোগ্রাফি প্রদর্শনী

বিশ্বরূপ দের বিশেষ প্রতিবেদন :

 ১৫  থেকে ১৮ই সেপ্টেম্বর, এই চারদিন ব্যাপী কাশীপুর পুলিশ লাইন্ন্সে অনুষ্ঠিত হলো কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী আয়োজিত বর্ণাঢ্য ফোটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা ।

  এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সশস্ত্র বাহিনীর প্রায় ৬০ জন সদস্য । পুলিশবাহিনীর কঠিন পেশাযাপনের পাশাপাশি, তাঁদের ফোটোগ্রাফির প্রতি প্যাশন ও ভালোবাসা, প্রদর্শনীতে উপস্থিত সকল গুণীজন কর্তৃক চর্চিত ও প্রশংসিত হয়েছে । 

  যুগ্ম নগরপাল (সশস্ত্র বাহিনী) শ্রী নীলাঞ্জন বিশ্বাস, যুগ্ম নগরপাল (আধুনিকীকরণ) শ্রী শঙ্খশুভ্র চক্রবর্তী, ইস্ট সাবার্বান ডিভিশন ও দ্বিতীয় আরক্ষা বাহিনীর উপনগরপাল শ্রী প্রিয়ব্রত রায় এবং সহনগরপাল শ্রী পার্থ চক্রবর্তীর ঐকান্তিক উদ্যোগেই সফল হয়েছে এই প্রতিযোগিতামূলক প্রদর্শনী । 

  প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন কলকাতা পুলিশেরই সেইসব আধিকারিক, যাঁরা পুলিশে কর্মরত থাকার পাশাপাশি, ফোটোগ্রাফি দুনিয়ায় উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন । প্রতিভাবান সেইসব ব্যক্তিরা হলেন, সহনগরপাল শ্রী অমিত কুমার রক্ষিত, ইন্সপেক্টর অনিরুদ্ধ দাস, ইন্সপেক্টর সোমনাথ মিত্র, সার্জেন্ট সুমন কল্যাণ ঢাক এবং সার্জেন্ট সৌরভ দত্ত ।

  প্রতিযোগিতায় স্থানাধিকারিদের মধ্যে রয়েছেন শ্রী শুভ সূত্রধর, শ্রী পূর্ণেন্দু ঘরামি, শ্রী নিমাই সরকার, শ্রী মদন বিশ্বাস, শ্রী সঞ্জীবন নন্দী, ইন্সপেক্টর প্রসূন কুমার বসু, জনাব আসিফ আকবর, জনাব জামিরুল হাসান, শ্রী সুপ্রদীপ ভট্টাচার্য, জনাব শেখ মতিউল ইসলাম ।

Post a Comment

0 Comments