বিশ্বরূপ দে : ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের তাৎপর্যকে মান্যতা দিয়ে গৌরবময় এই দিনটিকে এক অভিনব আঙ্গিকে পালন করলো টালিগঞ্জের স্যার নৃপেন্দ্রনাথ ইনস্টিটিউশনের সকল ছাত্রবৃন্দ । দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে এই প্রথম এত সুন্দর ও সৃজনশীল শিক্ষক দিবস উদযাপিত হলো বলে জানিয়েছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক দেবাংশু শেখর মাইতি ।
প্রতিবারের মতো এবারও স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের উদ্যোগে শিক্ষক দিবসের আয়োজন করা হয় । কিন্তু এবারের আয়োজনে ছিল নতুনত্বের ছোঁয়া । শিক্ষকদের পাশাপাশি স্কুলের প্রত্যেক অশিক্ষক কর্মচারীদেরও যোগ্য সম্মান ও মর্যাদা দিয়ে শিক্ষক দিবস পালনের এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলো স্যার নৃপেন্দ্রনাথ ইনস্টিটিউশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্ররা ।
এদিন স্কুলের হলঘরে শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । তারপর স্কুলের প্রত্যেক শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের পুষ্পস্তবক ও কলম দিয়ে বরণ করে, স্যার সর্বপল্লী রাধকৃষ্ণনের প্রতিকৃতি তুলে দেওয়া হয় প্রধান শিক্ষক শ্রী রাজকুমার বাছরার হাতে ।
অনুষ্ঠানে "শিক্ষক" শিরোনামের স্বরচিত কবিতা পাঠ করে স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র শ্রী স্নেহাশীষ দাস । শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখে একাদশ শ্রেণীর ছাত্র শ্রী অয়ন গোর । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিল একাদশ শ্রেণীর ছাত্র শ্রী ইন্দ্রাশীষ ঘোষ ।
স্কুলের ছোট ছোট ছাত্রদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সব শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মিষ্টিমুখের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।
শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে পিতৃমাতৃ ও বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে তুলে সমাজকে এক নতুন দিশা দেখানোই আজকের দিনে শিক্ষক দিবসের বিশেষ তাৎপর্য,আর সেই লক্ষেই শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে এক নিবিড় বন্ধুত্বের মেলবন্ধন ঘটাতেই এই প্রয়াস বলে জানিয়েছে স্কুলের একাদশ শ্রেণীর ছাত্ররা ।
নব প্রজন্মের ছাত্রদের এই চিন্তা ভাবনার প্রশংসা করে, আগামীদিনের সবরকম গঠনমূলক কাজ এবং সুস্থ সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগে ছাত্রদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক রাজকুমার বাছরা ।
0 Comments