অতীতে ইডেন গার্ডেন্স সাত এবং আটের দশকে অনেক ফুটবলের ডার্বি ম্যাচ দেখেছে । সেই ফ্ল্যাশবাকে যেন চলে যাওয়া হলো।
আসলে ২০২২-২৩ আইএসএল শুরু হতে আর এক মাসও বাকি নেই
তার আগে আসন্ন আইএসএলের প্রোমো শুট হলো ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স এ । আইএসএলের প্রোমো শুটের জন্য সমর্থকদের নিয়ে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানের জার্সি পড়ে আসেন যথাক্রমে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকামেহতাব হোসেন ও মোহনবাগানের ঘরের ছেলে ব্রাজিলিয়ান হোসে রামিনেজ ব্যারেটো। মেহেতাব এদিন উচ্ছাসের সুরে জানালেন, সত্যি ফুটবলের ডার্বি দেখবে আইএসএল সেটা ভেবে ভালো লাগছে। মাঠে দর্শক ফিরবে সেটাও আনন্দের বিষয়। গত দুই বছর ডার্বি গোয়াতে দর্শক শুন্য স্টেডিয়ামে হয়। দর্শক শুন্য ছ ডার্বি হয় না কখনও। আর বাঙালি এই আবেগ নিয়েই বেঁচে আছে। আর খুব ভালো লাগছে সৌরভ দাদার সঙ্গে এই শুটে থাকতে পেরে।' আসলে সৌরভ আগে আইএসএলে এটিকে দলের শেয়ার হোল্ডার ছিলেন। কিন্তু বি সি সি আই সভাপতি হয়ে স্বার্থ সংঘাতের জন্য নিজের নাম তুলে নেন।
তবে ফুটবল প্রেম এখনও যায়নি সৌরভের
আইএসএলের মঞ্চে এ বারের কলকাতা ডার্বি হবে যথাক্রমে ২৯ অক্টোবর ও নতুন বছরের ২৫ ফেব্রুয়ারি।এ বারের আইএসএলের নক আউট পর্বে মোট ৭টি ম্যাচ হবে। পাশাপাশি চারটি সেমিফাইনাল ও একটি ফাইনালের সঙ্গে দু’টি এলিমিনেটরও যুক্ত করা হয়েছে। প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে লিগ টেবলের তিন ও ছয় নম্বরে থাকা দল দুটি। এরপর দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে চার এবং পাঁচ নম্বরে থাকা দুটি দল। তারপর প্রথম সেমিফাইনালের লড়াইয়ে নামবে লিগ টেবলের এক নম্বর দল ও দ্বিতীয় এলিমিনেটরের জয়ী দল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালের লড়াই হবে লিগ টেবলের দুই নম্বর দল ও প্রথম এলিমিনেটরের জয়ী দলের। উল্লেখ্য, দুই সেমিফাইনালই হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। লিগ টেবলের ছয় নম্বরে থাকা দলের সামনেও এ বার থেকে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। আইএসএলের নতুন মরসুমে ম্যাচের সংখ্যা বেড়ে হচ্ছে ১১৭টি।আইএসএল ২০২২-২৩ এর ম্যাচগুলি রাখা হয়েছে সপ্তাহের শেষ দিকে, বৃহস্পতিবার থেকে রবিবার। আইএসএলের কুড়ি রাউন্ডের লিগ পর্ব শুরু হবে ৭ অক্টোবর। যা চলবে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এর পর নক আউট পর্ব হবে মার্চে।
0 Comments