নিজস্ব প্রতিনিধি : পুজার আগে রাজ্যে ৩০ হাজার নতুন কর্মসংস্থান হবে। বৃহস্পতিবার খড়গপুরের উৎকর্ষ বাংলার অনুষ্ঠান থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি দেউচা পাঁচামিতে বাম বিজেপি সস্তার রাজনীতি করছে বলেও তোপ দাগেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
পুজার আগে ৩০ হাজার নতুন কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজা বাকি হাতে গোনা আর কয়েকটা দিন। এর মাঝে বৃহস্পতিবার খড়গপুরে উৎকর্ষ বাংলার অনুষ্ঠান থেকে নতুন ৩০ হাজার কর্মসংস্থানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, অন্য রাজ্যে যাবার প্রয়োজন নেই এই রাজ্যে কর্মসংস্থান হবে। পুজার আগে ৩০হাজার নতুন কর্মসংস্থান হবে।
বৃহস্পতিবার খড়গপুরে ইন্ডাশস্টিয়াল পার্কে টাটা মেটালিক্সের সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬০০ কোটি টাকা বিনিয়োগ করে এই ইউনিটের সম্প্রসারণ করে টাটাগোষ্ঠী। এর ফলে ১ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিনের সভায় দৈউচা পাঁচামির প্রসঙ্গত তুলে এক যোগে বাম বিজেপিকে কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগের সুরে তিনি বললেন,, দৈউচা পাঁচামির প্রকল্প হলে ১লক্ষ্য কর্মসংস্থান হবে। কিন্তু বিজেপি সিপিএম এটা নিয়ে সস্তার রাজনীতি করছে।
রাজ্যে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি নিয়ে ফের একবার কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র কে নিশানা করে তিনি বললেন, বালুরঘাট, কোচবিহার,মালদা বিমানবন্দর তৈরির জায়গা দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্র অনুমতি দিচ্ছে না।
এই প্রথম টাটা গোষ্ঠীর কোন শিল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রসঙ্গত, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কাছে কার্যত মাথা নত করে সিঙ্গুর থেকে ন্যানোর কারখানার গুটিয়ে নিতে বাধ্য হয় রতন টাটা। তৎকালীন বিরোধী নেত্রী এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার হাত ধরে উদ্বোধন হল টাটার কারখানা।
0 Comments