নিজস্ব প্রতিনিধি : এশিয়া কাপে ভরাডুবি তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে হার যা টি২০ বিশ্বকাপের আগে ভারতকে চিন্তায় ফেলছে। তবে চিন্তিত নন বি সি সি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন বাইপাসের এক পাঁচতারা হোটেলে নিজের বিজ্ঞাপনের এক শুটিংয়ে এসে সৌরভ জানালেন, ভারত ভালো খেলছে হয়ত দুই একটা ম্যাচে হারছে। তবে আমি এই হার নিয়ে চিন্তিত নই। দুই একটা ম্যাচ খারাপ যেতেই পারে। যদি রোহিতের ক্যাপ্টেন্সি রেকর্ড দেখো জয়ের শতাংশ ৮২ শতাংশ।আমি নিশ্চিত রোহিত আর দ্রাবিড়ের পরিকল্পনা আছে প্লানিং আছে। আমি যাব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নাগপুরে।'বিরাট কোহলি তার বহু প্রতীক্ষার ৭১ তম শতরান করেছে গত এশিয়া কাপে। যা টি২০ বিশ্বকাপের জন্য ভারতের কাছে বড় স্বস্তির খবর। সৌরভ জানাচ্ছেন, বিরাট বড় প্লেয়ার । খুব ভালো ব্যাপার ফর্ম ফিরে পেয়েছে।একজন প্লেয়ার তো কখনও ম্যাচ জেতাবে না। বিশ্বকাপে ভালো কিছু করতে হলে সবাইকে ভালো করতে হবে বিরাট, রোহিত, সূর্য, বোলিং সবাইকে।'বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় তিনটে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। বাংলা তথা ভারতের সিনিয়র ক্রিকেটার ঝুলন গোস্বামী সৌরভের প্ৰিয় লর্ডসে খেলে অবসর নেবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সৌরভ ঝুলনকে নিয়ে উচ্ছসিত। তার কথায়,অসাধারণ। আমি সবথেকে বেশি খুশি ভারত গত দুটো ম্যাচ জিতেছে আর ঝুলন খুব ভালো পারফরমেন্স করেছে। চ্যাম্পিয়ন ক্রিকেটার। সর্বোচ্চ উইকেটশিকারি মহিলা ক্রিকেটে। বি সি সি আই কয়েক বছর ধরে মহিলা ক্রিকেটের জন্য ভালো কাজ করছে। আর ঝুলন বাংলার চাকদার মেয়ে। মহিলা ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আমি বোর্ড সভাপতি হয়ে আসার পরে অনেক বার আমার সঙ্গে কথা হয়েছে। সবাইকে সরতে হয়। টেনিসের লেজেন্ড রজার ফেডেরারও অবসর নিলো। ওর জন্য শুভেচ্ছা। আমার প্রিয় লর্ডসে ঝুলন শেষ ম্যাচ খেলবে। দারুন ব্যাপার।' ঝুলনকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আছে বোর্ডের সেই ইঙ্গিতও দেন মহারাজ।বিজ্ঞাপনের জন্য খোঁচা খোঁচা দাঁড়ি রেখেছেন মহারাজ। যা দেখতে অনেকে সৌরভকে অভ্যস্ত নন। নিজের নতুন লুক নিয়ে কেউ কী বিশেষ বার্তা দিয়েছে! মহারাজ জানাচ্ছেন, অনেকে বলেছে ভালো লাগছে। আমি রাখবো এই লুক কদিন। চলুক না। ' পুজোয় নিজের পরিকল্পনা নিয়ে সৌরভ জানালেন, পুজোয় বাড়িতেই থাকবো। পুজোয় অনেকে ডাকে সব জায়গায় যাওয়া হয় না তাই কোথাও যাই না।' তবে এবারের পুজোয় সিএবির এক কর্তা গড়িয়াতে সৌরভের ২০০২ সালের লর্ডসে জার্সি ওড়ানোর ছবি পুজোর থিম করেছেন সেখানে যাওয়ার কথা মহারাজ পুজোয় ইচ্ছা প্রকাশ করেন।
0 Comments