নিজস্ব প্রতিনিধি : দিন পঞ্চাশ আগেই ছিলেন দোর্দন্ডপ্রতাপশালী শিল্পমন্ত্রী । কিন্তু বুধবারই তাঁকে দেখা গেল সম্পূর্ণ অন্য রূপে I ভার্চুয়াল শুনানির সময় শিশুর মতন কেঁদে ভাসালেন পার্থ চট্টোপাধ্যায় । বুধবার এসএসসি দুর্নীতি মামলার ভার্চুয়াল শুনানি চলছিল ব্যাঙ্কশাল কোর্টে I শুনানি চলাকালীন বিচারপতির উদ্যেশ্যে হাত জোড় করে তৃণমূলের অপসারিত মহাসচিবের কাতর আর্জি, “হুজুর দয়া করে আমাকে জামিন দিন । আমাকে বাঁচতে দিন । প্রয়োজনে আমাকে ঘর বন্দি করে রাখুন, কিন্তু ছেড়ে দিন ।” এরপরই চোখ মুছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাবি “উদ্ধার হওয়া টাকা আমার নয় । এতো টাকা নিয়ে আমি কি করবো ।”
এদিন ভার্চুয়ালি শুনানির সময় হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘণীষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। অর্পিতাও ভার্চুয়াল শুনানিতে বিচারপতিকে জানান ওই টাকা তার নয় । বিচারপতির প্রশ্নের উত্তরে অর্পিতা জানান ইডির তল্লাশি অভিযানের সময় তাঁকে বাথরুমে প্রায় ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল । তাই এতো টাকা কোথা থেকে এলো বলে জানেন না বলে আদালতকে জানান তিনি । এরপর মায়ের একা থাকার কথা উল্লেখ করে জামিন চান অর্পিতা মুখোপাধ্যায়ও ।
কিন্তু তার জামিনের বিরোধীতা করে ইডির আইনজীবী আদালতে জানান অর্পিতা দেবী তার মার সঙ্গে বেলঘড়িয়ায় থাকেন না । তিনি একাকি থাকেন দক্ষিণ কলকাতার ফ্লাটে ।
রসিক নেট নাগরিকরা বলছেন একয়েক দিনেই জেলের ভাত খাবার মজা টের পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী । তাই তার গলাতেও ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারার নায়িকার মতো আর্জি “ হুজুর আমাকে বাঁচতে দিন, দয়া করে জামিন দিন ।”
0 Comments