খোদ কলকাতার বুকেই চলতো বিদেশি নাগরিকদের অর্থ হাতানোর প্রতারণা চক্র
বিশেষ প্রতিবেদন :
বিশ্বরূপ দে : ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল (VOIP) ব্যবহার করে বিদেশি নাগরিকদের প্রতারণা করার একটি বড় চক্রের মোট আটজনকে গ্রেফতার করলো গল্ফগ্রীন থানার পুলিশ (কলকাতা)।
অ্যামাজন প্রাইম কাস্টমার কেয়ার-এর কর্মী পরিচয় দিয়ে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (VOIP) ব্যবহার করে বিদেশী নাগরিকদের প্রতারণা করার এক চক্র গড়ে উঠেছিল কলকাতার নিউ বিক্রমগড় এলাকায়, যার ফলে সেই চক্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছিল প্রতারিত মানুষের বিপুল পরিমাণ অর্থ । প্রযুক্তির কচকচানিতে না গিয়েও এটুকু বলা যায়, VOIP-র মাধ্যমে কল করলে তা খুব সহজেই ট্র্যাক করা মুশকিল । কারণ, কলটি করা হচ্ছে ইন্টারনেটের সাহায্যে, কোনও টেলিকম পরিষেবা প্রদানকারীর মাধ্যমে নয় ।
বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতে ৩রা সেপ্টেম্বর মাঝরাতে গল্ফগ্রীন থানার একটি দল হানা দেয় নিউ বিক্রমগড় এলাকায় ঘাঁটি গেড়ে প্রতারণা চক্র চালানোর ওই ঠিকানায় । বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু বৈদ্যুতিক গ্যাজেট ও নথিপত্র । যেগুলির মধ্যে রয়েছে ৯টি মনিটর, ১০টি হার্ড ডিস্ক, দুটি রাউটার, ১২টি মোবাইল ফোন, এবং নগদ প্রায় ৪৯ হাজার টাকা ।
এখনও পর্যন্ত এই মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে । বাকিদের এবং চক্রের বিষয়ে বিশদ জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে নেমেছে গল্ফগ্রীন থানা ও কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল ।
গল্ফগ্রীন থানার ওসি ইন্সপেক্টর করুনাশংকর সিং-এর নেতৃত্বে প্রতারণা চক্র গ্রেফতারের অপারেশনে ছিলেন গল্ফগ্রীন থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শেখ সাজ্জাদ, সাব ইন্সপেক্টর সুমিত মুখার্জী , কনস্টবল রাজা রায়, সাব ইন্সপেক্টর সুমন্ত শেঠ, কনস্টবল মনোজ বৈরাগী এবং অ্যাডিশনন্যাল ওসি গৌতম রুজ ।
0 Comments