ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বামেদের বুকস্টলে তৃণমূলী হামলা, ভাঙচুরের অভিযোগ

 ঘটনার প্রতিবাদ করার অপরাধে গ্রেফতার ৯

বিশ্বরূপ দে  :  সপ্তমীর দিন রবিবার দক্ষিণ কলকাতার রাসবিহারি মোড় সংলগ্ন প্রতাপাদিত্য রোডে সিপিআই(এম)-এর বুকস্টলে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ ওঠে একদল সমাজবিরোধীর বিরুদ্ধে । স্থানীয় ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী সমাজবিরোধীরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত । ঘটনা পুলিশে জানানো সত্বেও প্রশাসনের তরফে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি । 

  এর প্রতিবাদে সোমবার অর্থাৎ অষ্টমীর দিন বিকেল পাঁচটায় রাসবিহারি এভিনিউ ও প্রতাপাদিত্য রোডের সংযোগস্থলে বামেদের পক্ষ থেকে জমায়েত এবং প্রতিবাদী সভার কর্মসূচি গ্রহণ করা হয় । ওই সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী তথা সিপিআই(এম) নেতা কমরেড বিকাশরঞ্জন ভট্টাচার্য, কল্লোল মজুমদার, রবিন দেব, গৌতম গাঙ্গুলি, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ পার্টির অন্যান্য কর্মী ও নেতৃবৃন্দ । 

  বাম নেতৃত্বের অভিযোগ, তৃণমূল সরকারের ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী অদ্ভুত ভাবে দেখা যায় যে, অভিযুক্ত সমাজবিরোধীদের গ্রেফতারের পরিবর্তে শাসকদলের গুন্ডা ও পুলিশ বাহিনী যৌথভাবে হামলা চালায় ওই প্রতিবাদী সভায় । মুহূর্তেই রণক্ষেত্র হয়ে ওঠে ঘটনাস্থল । তৃণমূলী গুন্ডাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে গড়ে ওঠে পার্টিকর্মীদের সম্মিলিত প্রতিরোধ । এমনকি স্থানীয় মানুষও প্রতিরোধে সামিল হয় । পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় শাসকদলের গুন্ডাবাহিনী । কিন্তু শাসকের দলদাসে পরিণত হওয়া পুলিশ পিছপা হটতে নারাজ । সমাজবিরোধীদের পরিবর্তে তারা গ্রেফতার করে সিপিআই(এম)-এর জেলা সম্পাদক কমরেড কল্লোল মজুমদার, বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ মোট নয় জন পার্টি নেতৃত্বকে । 

  এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । বসানো হয়েছে পুলিশ পিকেট ।

Post a Comment

0 Comments