রাতভর তল্লাশি চালিয়ে লুসিকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ
বিশেষ প্রতিবেদন:
বিশ্বরূপ দে
চলতি মাসের ২৫ তারিখ, অর্থাৎ কালী পূজোর ঠিক পরের দিন নিজের বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় হঠাৎই নিখোঁজ হয়ে যায় দুমাসের ছোট্ট শিশু লুসি । হন্যে হয়ে সারা বাড়ি খুঁজেও তার হদিস না পাওয়ায় শেষমেষ লুসির মা তৃষা কর্মকার চারু মার্কেট থানার শরণাপন্ন হন । মায়ের কাতর আবেদনে সাড়া দিয়ে থানার ভারপ্রাপ্ত ওসি সুভাষ অধিকারীর নির্দেশে, সাব-ইন্সপেক্টর সর্বেশ্বর রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকার সমগ্র অঞ্চলজুড়ে সারারাত তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে পরদিন ভোরে সন্ধান পায় দুমাসের ছোট্ট লুসির । মায়ের কোলে ফিরে গিয়ে একদিকে যেমন স্বস্তির নিঃস্বাস ফেলেছে লুসি, ঠিক তেমনই হারানো শিশুকে ফিরে পেয়ে খুশি হয়েছেন মা তৃষা কর্মকার এবং পাশাপাশি, হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে গর্বিত ও আনন্দিত হয়েছেন কলকাতা পুলিশের চারু মার্কেট থানার সকল পুলিশ আধিকারিক ও কর্মীরা ।
ঘটনার সূত্রপাত কালী পুজোর পরের দিন, ২৫শে অক্টোবরের সন্ধ্যায় । দু’মাসের ‘শিশুকে’ বাড়ির উঠোনে ঘুমন্ত অবস্থায় রেখে ১৫-২০ মিনিটের জন্য বেরিয়েছিলেন ‘মা’ তৃষা কর্মকার । পাছে সন্তানের ঘুম ভেঙে যায়, তাই আলতো করে দরজা টেনে দিয়েছিলেন, বন্ধ করেননি । ফিরে এসে দেখেন, উঠোনে শুধু নয়, বাড়িতেও কোথাও নেই সেই শিশু । নাম তার লুসি, জাতে গোল্ডেন রিট্রিভার ।
সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও তাকে না পেয়ে চারু মার্কেট থানায় যান তৃষা । কালী পুজোর পরের দিন টহলদারির চরম ব্যস্ততা সত্ত্বেও নিখোঁজ লুসির নিরাপত্তাহীনতার কথা ভেবে মায়ের কাতর আবেদনে সাড়া দেন চারু মার্কেট থানার সাব-ইন্সপেক্টর সর্বেশ্বর রায় । থানার ওসি ইন্সপেক্টর সুভাষ অধিকারীর নির্দেশে শুরু হয় রাতভর তল্লাশি, বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয় লুসির ছবি ।
অবশেষে পরদিন ভোরে নাইট পেট্রলিং টিমের নজরে পড়ে, তৃষা কর্মকারের বাড়ি থেকে কিছু দূরে টালিগঞ্জের ছোট রাজবাড়ি মাঠের এক কোণে ভয়ে সিঁটিয়ে থরথর করে কাঁপছে আদরের ছোট্ট লুসি । দেখামাত্রই তাকে কোলে তুলে থানায় নিয়ে এসে খবর দেওয়া হয় তার মাকে । সন্তান ফিরে পাওয়ার আনন্দে বাড়ি থেকে ছুটে থানায় চলে আসেন তৃষা । মাকে দেখতে পেয়ে ছুটে তাঁর কোলে গিয়ে আশ্রয় নেয় দু’মাসের শিশুটি ।
হারানো সন্তানকে ফিরে পেয়ে চারু মার্কেট থানার ওসি সুভাষ অধিকারী, সাব-ইন্সপেক্টর সর্বেশ্বর রায় সহ নাইট পেট্রোলিং স্টাফ এবং থানার প্রত্যেককে প্রাণ ভরে ধন্যবাদ জানিয়েছেন মা তৃষা কর্মকার । লুসিকে অক্ষত অবস্থায় খুঁজে পেয়ে, মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আনন্দিত চারু মার্কেট থানার পুলিশ ।
0 Comments