ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

অবস্থানরত এসএসসি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সমর্থনে বামফ্রন্টের মিছিল

 হবু শিক্ষক-শিক্ষিকাদের পাশে দাঁড়ালো আইএসএফ

বিশ্বরূপ দে

     ৬০০ দিন অতিক্রম করলো এসএসসির মেধা তালিকাভুক্ত সরকারি চাকরি প্রার্থীদের অবস্থান কর্মসূচি । তাদের আন্দোলনের সমর্থনে শুক্রবার অর্থাৎ ৪/১১/২২ তারিখ কলকাতার রাজপথে মিছিল সংগঠিত করে বামফ্রন্ট । 

 অন্যদিকে ওইদিন যুবছাত্র অধিকার মঞ্চের আহ্বানে ধর্মতলায় গান্ধী মূর্তির সামনে অবস্থানরত চাকরি প্রার্থীদের সমর্থনে এক গণ-কনভেনশনের আয়োজন করা হয় । ওই কনভেনশনে যোগ দেয় অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের একটি প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন আইএসএফের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতি । উক্ত সভায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, "ছ'শো দিন ধরে নবম থেকে দ্বাদশ শ্রেণীর হবু শিক্ষক-শিক্ষিকা পদ প্রার্থীগণ শহরের প্রাণকেন্দ্রে বসে অবস্থান করছেন । পরীক্ষায় কৃতকার্য হয়েও নিয়োগপত্র পাননি তারা । শিক্ষাব্যবস্থা নিয়ে এই ছিনিমিনি খেলা শুধু হবু শিক্ষকদেরই জীবন ধ্বংস করছে না, সামগ্রিক ভাবে সরকারি পরিকাঠামোর অন্তর্ভুক্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে"। 

  আন্দোলনকারীদের পাশে আইএসএফ আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে সভায় বলেন দলের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি ।

Post a Comment

0 Comments