রাষ্ট্রপতির উদ্যেশ্যে কদর্য মন্তব্য করার প্রতিবাদে মন্ত্রী অখিল গিরির তীব্র নিন্দা জানালো লিবারেশন ও আইএসএফ
বিশ্বরূপ দে
ভারতের মহিলা রাষ্ট্রপতিকে সামনে রেখে সমগ্র আদিবাসী সমাজের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গের কারা প্রতিমন্ত্রীকে অবিলম্বে মন্ত্রীসভা থেকে অপসারণের দাবি তুললো সিপিআই (এমএল) লিবারেশন ।
এপ্রসঙ্গে ১৩ই নভেম্বর'২২ লিবারেশনের রাজ্য সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার এক প্রেস বিবৃতি জারি করেন । উক্ত বিবৃতিতে তিনি বলেন,"তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও বাংলার কারা বিভাগের প্রতিমন্ত্রী অখিল গিরি গতকাল তার ভাষনে আদিবাসী সমাজ থেকে উঠে আসা দেশের মহিলা রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে কুৎসিত মন্তব্য ও কদর্য অঙ্গভঙ্গী করে অবমাননা করেছেন । উপর্যুপরি কয়েকবার এমন অশালীন মন্তব্যের নজির তিনি অতীতেও রেখেছেন । এই ধরনের নারী ও আদিবাসী বিদ্বেষ মন্তব্য শাসকদলের মজ্জাগত পরিচিতি তৈরী করছে, যা বাংলার প্রগতিশীল ও বহুত্ববাদী সংস্কৃতির পরিপন্থী ও লজ্জাকর । অন্যদিকে, দেশজুড়ে আদিবাসী মানুষের জমি, জীবিকা ও গণতান্ত্রিক অধিকারের ওপরে বুলডোজার রাজ নামিয়ে আনা বিজেপি এই সুযোগে হঠাৎ ভোল পাল্টে নিজেদের আদিবাসীপ্রেমী হিসাবে তুলে ধরার প্রচেষ্টায় রাজ্যজুড়ে অশান্তির আবহ তৈরী করতে চাইছে । রাজ্যবাসীকে এদের অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকতে আহ্বান জানাই।
রাজ্যের শাসক দলগুলির মধ্যে নারী বিদ্বেষী, জাতি বিদ্বেষী মনোভাব ও মন্তব্যের যেন প্রতিযোগিতা চলছে । এই অবমাননাকর আচরণের বিরুদ্ধতায় দেশ ও রাজ্যে বসবাসকারী আদিবাসী সমাজের সম্মানকে মান্যতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপরাধী অখিল গিরিকে ভর্ৎসনা ও রাজ্য মন্ত্রীসভা থেকে অপসারণ করতে হবে"।
পাশাপাশি, রাষ্ট্রপতির উদ্যেশ্যে রাজ্যের প্রতিমন্ত্রীর এহেন কদর্য মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক এদিন এক প্রেস বিবৃতি জারি করে বলেন"ধর্ম-বর্ণ-জাতপাত নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য একজন মন্ত্রীর কাছ থেকে আশা করা যায় না । এধরনের মন্তব্য সংবিধান বিরোধী । "prevention of Atrocities against SC/ST Act,1989" অনুসারে এ জামিন অযোগ্য অপরাধ"।
0 Comments