ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

শাসকদল ও আইএসএফের সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হাড়োয়া

 শাসকদলের বিরুদ্ধে বোমাবাজি, প্রাণনাশের হুমকি ও অপহরণের অভিযোগ, নিষ্ক্রিয় পুলিশ

বিশেষ প্রতিবেদন:

বিশ্বরূপ দে


         ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভা বানচাল করে নির্ধারিত জায়গায় একই দিনে সভার প্রস্তুতি শুরু করার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে । 

  ৬ই নভেম্বর রবিবার উত্তর ২৪ পরগণার হাড়োয়া থানার খারুবালা গ্রামে আইএসএফের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয় । সভার বিষয়ে পুলিশকে অবগত করার পাশাপাশি, সভাস্থলের জমির মালিকের কাছ থেকেও অনুমতি নেয় আইএসএফ নেতৃত্ব । কিন্তু হঠাৎই ওই একই স্থলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভার বন্দোবস্ত শুরু হয়ে যায় । আর শাসকদলের সভার সমর্থনে আইনশৃঙ্খলার নানা অজুহাত দেখিয়ে আইএসএফের সভা বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে ময়দানে নেমে পড়েছে পুলিশ । এমনই অভিযোগ করা হচ্ছে আইএসএফের পক্ষ থেকে । 

  শুধু তাই নয়, দলীয় নেতৃত্বের অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতৃত্বে বিশাল গুন্ডাবাহিনী আইএসএফ কর্মী ও সমর্থকদের দিনরাত প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে, এমনকি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে ব্যাপক বোমাবাজিও করছে শাসকদল আশ্রিত সমাজবিরোধীরা ।

  উল্লেখযোগ্য ঘটনা হলো, সভাকে কেন্দ্র করে শনিবার অর্থাৎ ৫ই নভেম্বর সকালে সভাস্থলের জমির মালিক ফয়জল মোল্লাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে এবং তাকে দিয়ে বলপূর্বক লিখিয়ে নেওয়া হয়েছে যে, তিনি আইএসএফকে তার জমিতে সভা করার অনুমতি দিচ্ছেন না । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগণার হাড়োয়া থানা অন্তর্গত খারুবালা গ্রামে । 

  এপ্রসঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী দৃঢ়তার সাথে বলেছেন, "পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৬ই নভেম্বর খারুবালা গ্রামে আইএসএফের সভা অনুষ্ঠিত হবেই"।

  বিধায়ক আরো বলেন,"এইরকম হুমকি, অপহরণ এবং গুণ্ডামির ভয় দেখিয়ে আইএসএফ কর্মী ও সমর্থকদের কন্ঠস্বর স্তব্ধ করা যাবে না"। পুলিশের কড়া নিন্দা করে তিনি বলেন,"তারা সম্পূর্ণভাবে সরকারের হয়ে অসাংবিধানিক কাজ করছে । শান্তিপূর্নভাবে জমায়েত ও সভা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার । কোন সরকার, পুলিশ ও প্রশাসন অথবা কোন রাজনৈতিক দলের অধিকার নেই সেই মৌলিক অধিকার খর্ব করার । দলের পক্ষ থেকে পুলিশের অনুমতি নিয়েই সভার দিন ও সময় নির্ধারণ করা হয়েছে, শত বাধা অতিক্রম করেই নির্ধারিত দিনে খারুবালা গ্রামের ওই জমিতেই সভা করবে আইএসএফ" । শাসকদল ও পুলিশের পক্ষ থেকে কোনরকম বাধার সৃষ্টি হলে দলীয় কর্মী, সমর্থক ও সাধারণ মানুষই তার উপযুক্ত জবাব দেবে বলে প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়েছেন দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী । সভাকে কেন্দ্র করে যাতে কোনরকম অবাঞ্ছিত ঘটনা না হয়, সেজন্য রবিবার বিধায়ক নিজে স্বগস্থলে উপস্থিত থাকবেন বলে প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন আইএসএফের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি ।

Post a Comment

0 Comments