আসানসোল (টি) রেঞ্জের রেসকিউ টিমের উদ্যোগে উদ্ধার হলো ভারতীয় সজারু
বিশেষ প্রতিবেদন:
বিশ্বরূপ দে
দুর্গাপুর ডিভিশন অন্তর্গত সালানপুর ব্লকের রূপনারায়নপুর থেকে উদ্ধার করা হলো একটি ভারতীয় সজারু ।
২৯শে নভেম্বর স্থানীয় এক ব্যক্তির দেওয়া খবরের ভিত্তিতে রেঞ্জার শ্রী চিরঞ্জীব সাহার তত্বাবধানে আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের রেসকিউ টিমের উদ্যোগে রাত ৮:৩০ মিনিট নাগাদ রূপনারায়নপুর থেকে সজারুটিকে উদ্ধার করা হয় ।
প্রাণীটি ইন্ডিয়ান ক্রেস্টেড পরকিউপাইন বা ভারতীয় সজারু । বন্যপ্রাণ সংরক্ষণ আইন,১৯৭২ অনুসারে এটি শিডিউল-১ অন্তর্ভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী ।
0 Comments