নিজস্ব প্রতিবেদক, বোলপুর, ২ নভেম্বর ঃ গোপন সূত্রে খবর পেয়ে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে প্রচুর বে-আইনি অস্ত্র এবং বারুদ উদ্ধার করল বীরভূমের নানুর থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
পঞ্চায়েত নির্বাচনের মুখে কুখ্যাত দুষ্কৃতীদের উপর নজর রাখতে শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। সেই কড়া নজরদারিতেই নানুর থানার পাকুড়হাঁস গ্রামে ধরা পরে সফিক শেখ ওরফে মহম্মদ শেখ (৩৮)। তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কাঠের বাঁট লাগানো একটি মাস্কেট, ম্যাগজিন সহ একটি ৯ এমএম অটোমেটিক পিস্তল, ম্যাগজিন সহ দুটি ৭.৬৫ এমএম অটোমেটিক পিস্তল।
পাঁচটি ৮ এমএম, দুটি ৯ এমএম এবং ছয়টি ৭.৬৫ এমএম কার্তুজ। এছাড়াও পাঁচ প্যাকেট ছাই ছাই রঙের বারুদ। যার ওজন আনুমানিক ছয় কেজি। এছাড়াও তিন প্যাকেট হলুদ বারুদ। যার আনুমানিক ওজন চার কেজি। তাকে জিজ্ঞাসাবাদ করে একই গ্রাম থেকে সালাম শেখ (৪২) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ কুমার দে বলেন, “আমরা কুখ্যাত অপরাধীদের উপর নজর রাখতে শুরু করেছি। সফিক শেখ সেরকমই একজন কুখ্যাত দুষ্কৃতী। বর্ধমানের কেতুগ্রাম থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বীরভূমের একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে আমরা খবর পায় সফিকের বাড়িতে কিছু আগ্নেয়াস্ত্র ঢুকেছে। সেই মতো আমরা তার বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু করি। বাড়ির খাটের নিচে থেকে আগ্নেয়াস্ত্র ও বারুদ উদ্ধার করি। সফিককে গ্রেফতার করে গ্রাম থেকে আলম শেখকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ওই আগ্নেয়াস্ত্র গুলি সে বিহার থেকে নিয়ে এসেছিল। এখানে সে গুলি বিক্রি করাই ছিল উদ্দেশ্য। এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে সেটা তদন্ত করে দেখা হবে”।
0 Comments