চেতলায় সারাদিন ব্যাপী রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্বরূপ দে
২৬শে ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টির ৯৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার রাজ্যজুড়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় ।
দলের পক্ষ থেকে এদিন চেতলায় সারাদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সকাল ১০টায় পার্টির রক্তিম পতাকা উত্তোলন করেন সিপিআই-এর চেতলা শাখার সম্পাদক কমরেড রতন সরকার, শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রত্যেক দলীয় কর্মী ও নেতৃবৃন্দ । শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের অনুষ্ঠানে মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন কমরেড কমলেশ্বর গুপ্ত ।
দুপুর ২টোয় এলাকার শিশুদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয় । সন্ধ্যা ৬টায় বর্তমান সময়ে কমিউনিস্ট পার্টির ভুমিকা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় , উক্ত সভায় বক্তব্য রাখেন সিপিআই চেতলা শাখার সম্পাদক কমরেড
রতন সরকার, সহঃ সম্পাদিকা কমরেড পারমিতা দাশগুপ্ত,CPIM এর পক্ষে কমরেড সলিল বোস, SUCI(c)এর পক্ষে কমরেড দিলীপ হালদার, ফরওয়ার্ড ব্লকের পক্ষে কমরেড দীপা চক্রবর্তী,
AIYF চেতলা শাখার সভাপতি ও সম্পাদক কমরেড শিশির দত্ত এবং কমরেড সুজয় সাহা । এরপর শুরু হয় পুরস্কার বিতরণ । উপস্থিত ছিলেন কমরেড সুধাকর পাল, সুভাষ দাস, সলিল দত্ত, সৌরভ অধিকারী, মৌসুমি দত্ত, প্রতিমা হালদার, জগু দাস, মানিক পাল, শান্তনু সাহা, নেপাল সাহা , জগন্নাথ হালদার সহ আরো অনেকে ।
এছাড়াও উপস্থিত ছিলেন AIYF জেলা সহসভাপতি কমরেড সুব্রত চক্রবর্তী, বিশিষ্ট চিত্রশিল্পী মৃত্যুঞ্জয় মন্ডল, এবং কমরেড বিশ্বরূপ দে । দলীয় কর্মীদের পাশাপাশি, এলাকার আট থেকে আশির সমস্ত নাগরিকদের সাথে নিয়ে সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমরেড মানিক দত্ত ।
0 Comments