ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

গাড়ি চুরি চক্রের ছয় প্রতারক গ্রেফতার

 কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতারকদের গ্রেফতার করলো টালিগঞ্জ থানার পুলিশ

বিশেষ প্রতিবেদন:

বিশ্বরূপ দে


         সাড়ে ছয় লক্ষ টাকার ভুয়ো ডিমান্ড ড্রাফটের মাধ্যমে গাড়ি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রকারী ছয় ব্যক্তিকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ অধীনস্ত টালিগঞ্জ থানার পুলিশ ।

  ঘটনার সূত্রপাত ২৩শে ডিসেম্বর'২২ । একজন বড় চিকিৎসক হিসেবে পরিচিত ডাক্তার কনিষ্ক সরকার । নিজের গাড়িটি বিক্রির জন্য বেশ কয়েকদিন ধরেই খরিদ্দার খুঁজছিলেন । যোগাযোগ হলো সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে । দামাদামির পর তারা সাড়ে ছয় লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট (পে-অর্ডার) দিল ডাক্তারবাবুকে । যথারীতি গাড়ি হাতবদল হয় ২৩শে ডিসেম্বর এবং তার ঠিক তিনদিন পর, অর্থাৎ ২৬শে ডিসেম্বর ডাক্তারবাবু ব্যাঙ্ক-মারফত জানলেন, সংশ্লিষ্ট 'পে-অর্ডার'-টি ভুয়ো । তৎক্ষণাৎ তিনি অভিযোগ দায়ের করলেন টালিগঞ্জ থানায় । নথিভুক্ত হলো জালিয়াতির মামলা । 

  পুলিশি তদন্তে প্রথমে সংগৃহিত হল প্রয়োজনীয় নথিপত্র । পাশাপাশি চললো সন্দেহভাজনদের ফোনালাপের পোস্টমর্টেম । সঙ্গে নিরন্তর প্রযুক্তি-প্রহরা । অবশেষে সন্ধান মিলল ছয় অভিযুক্তের । কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা থেকে মিঠুন শীল, নিতাই মাইতি ওরফে রাজ, বিজন দাস, চন্দন দে, সুমিত কুমার ঘোষ এবং মহম্মদ সাহাবুদ্দিন ওরফে সমীর নামের ছয় প্রতারককে গ্রেফতার করা হয় ।

  সমগ্র অপারেশনের প্রযুক্তি ও প্রহরার দায়িত্বে ছিলেন দক্ষিণ বিভাগের সাইবার সেলের সার্জেন্ট শুভঙ্কর চক্রবর্তী ।

  টালিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর পাঞ্চজন্য সরকারের তত্বাবধানে গোটা ঘটনার আরো গভীরে গিয়ে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে ।

  ঘটনায় উল্লেখিত গাড়িটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে । প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তেরা পুরনো পাপী । এদের প্রতারণার শিকার আগেও হয়েছেন একাধিক ব্যক্তি ।অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছে ।

Post a Comment

0 Comments