ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

তৃণমূলের বেলাগাম দুর্নীতির কড়া সমালোচনায় নওসাদ সিদ্দিকী

 মুর্শিদাবাদের ছয়ঘড়িতে আইএসএফের বিশাল জনসমাবেশ



বিশ্বরূপ দে


         সোমবার ২রা জানুয়ারি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছয়ঘড়ি অঞ্চল কমিটির উদ্যোগে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ছয়ঘড়িতে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয় ।

  উক্ত সমাবেশে দলের চেয়ারম্যান ও বিধায়ক মোহঃ নওসাদ সিদ্দিকী, আবাস যোজনায় তৃণমূল কংগ্রেসের লাগামহীন দুর্নীতির তীব্র সমালোচনা করেন । আগামীদিনে দুর্নীতিমুক্ত ও জনগনের স্বার্থবাহী পঞ্চায়েত তৈরি করতে আইএসএফ'কে সাংগঠনিক ভাবে মজবুত করার আহ্বান জানান তিনি । 

  মুর্শিদাবাদের বিশাল সংখ্যক শ্রমিকের জেলা ছেড়ে সারা দেশে ছড়িয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে, এই প্রবণতাকে রুখতে জেলায় শ্রমনিবিড় শিল্প গড়ে তোলার উপর জোর দেন নওসাদ সিদ্দিকী । 

  সংখ্যালঘু প্রধান এই জেলা এখনও নানান দিক থেকে উন্নয়নের নিরিখে পিছিয়ে । এই অবস্থার পরিবর্তন আবশ্যক বলে তিনি মন্তব্য করেন । সমাবেশে দলের কার্যকারী সভাপতি সামসুর আলি মল্লিক, সহ সভাপতি তাপস ব্যানার্জি, সহ  সম্পাদক লক্ষীকান্ত হাঁসদা, গাজী শাহাবুদ্দিন সিরাজী প্রমুখ ভাষণ দেন । উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সভাপতি হাবিব সেখ ও অন্যান্য জেলা নেতৃত্ব ।

Post a Comment

0 Comments