নিজস্ব প্রতিনিধি, কলকাতা : পৌষের বিদায় লগ্নে শীতের বিদায় কিনা সেটা নিয়ে চলছে টালবাহানা। এবছর কলকাতা সহ পশ্চিমবাংলায় কয়েকদিন চুটিয়ে শীতের আনন্দ উপভোগ করেছে। যদিও সেই আমেজ আজ অল্পবিস্তর হারিয়ে গেছে। যার কারনে কুয়াশার সাদা চাদরে ঢেকে রয়েছে কলকাতা সহ রাজ্য।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুটো ঝঞ্ঝার কারণে আপাতত শীতের এই বিলুপ্তি। যদিও সাময়িক শীতের এই লুকোচুরি খেলা। কিন্তু প্রায় দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার কারণে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশার চাদরে ঢেকে গেছে।
কতদিন থাকবে এই কুয়াশার দাপট? আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু-তিনদিন পরে আবার অল্পবিস্তর শীত ফিরতে পারে। তবে আগামী দু-তিন দিন এই কুয়াশার দাপট থাকবে।
আগামী দু তিনদিন পর শীত ফিরলেও এককথায় বলা যেতে পারে শীতের সেই আমেজ নতুন করে পাওয়া যাবে না। অর্থাৎ অল্পবিস্তার শিব থাকলেও কনকনে শীতের জ্যামের সেটা থেকে বঞ্চিত করবে তিলোত্তমান মানুষকে। অর্থাৎ এক কথায় বলাই যেতে পারে আপাতত এ বছরের জন্য শীতের বিদায়ের সময় এসে গেছে।
0 Comments