আল সাদি: ঢাকা,বাংলাদেশঃ রেকর্ডের পর রেকর্ড ভাঙছে এবার তাপমাত্রা। দেশের প্রায় সব অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র থেকে মাঝারি ধরনের দাবদাহ। গরমে পুড়ছে দেশ। গতকাল সোমবার পাবনার ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ওইদিন ঢাকার তাপমাত্রা আগের দিনের চেয়ে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। একইসঙ্গে দক্ষিণপশ্চিম দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিমি. গতিবেগের বাতাসে কিছুটা স্বস্তি দিয়েছে রাজধানীবাসীকে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাতে সিলেটের বেশ কয়েকটি উপজেলায় বৃষ্টিপাত হয়েছে। রাত ৯টার পরে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর থেকে কমতে শুরু করেছে দাবদাহ।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকার তাপমাত্রা রবিবারের তুলনায় এক লাফে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে। সোমবার বিকেল পর্যন্ত রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস, যা রবিবার একই সময়ে ছিল ৪০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।