সমকাল বাংলা অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন মহান মে দিবস পালিত হয়েছে।
শ্রমিক-মালিক সুসম্পর্ক নীতি আদর্শ বজায় রেখে বাংলাদেশের কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার অঙ্গীকার করে রাজধানীতে বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান সরকার বলেন - ‘আমাদের শ্রমিক কর্মচারীরা এখনো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে। আজকে এই মে দিবসে আমাদের আহবান যেন আমাদের শ্রমিকরা আর কখনো কোথাও নির্যাতনের শিকার না হয়।’
এছাড়াও গার্মেন্টস শ্রমিকদের কয়েকটি সংগঠন আজ মে দিবসের মানববন্ধন ও সমাবেশে ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা।